পৌরনীতি ও নাগরিকতা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ?

ক. রাজনৈতিক খ. মনস্তাত্ত্বিক

গ. বিনোদনমূলক ঘ. শিক্ষামূলক

২২. সন্তান-সন্ততি জন্মদান ও লালন–পালন করা পরিবারের কোন ধরনের কাজ?

ক. মনস্তাত্ত্বিক খ. জৈবিক

গ. শিক্ষামূলক ঘ. রাজনৈতিক

২৩. পরিবারের বিনোদনমূলক কাজ হ্রাস পাওয়ার জন্য দায়ী কোনটি?

ক. কর্মব্যস্ততা খ. বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন

গ. শিক্ষার অগ্রসরতা ঘ. ধর্মীয় শিক্ষা প্রসারতা

২৪. পরিবারকে কেন্দ্র করে যেসব অর্থনৈতিক কার্য সম্পাদিত হয়—

i. মৎস্য চাষ

ii. কৃষিকাজ

iii. পশুপালন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. পরিবারের জৈবিক কাজ হচ্ছে—

i. সন্তান জন্মদান করা

ii. সন্তান লালন-পালন করা

iii. সন্তানদের কৃষিকাজ শেখানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

২৬. সমাজ গড়ে ওঠে কাদের নিয়ে?

ক. পশুপাখি নিয়ে খ. মানুষ নিয়ে

গ. গাছপালা নিয়ে ঘ. নদীনালা নিয়ে

২৭. মানুষ কোথায় নিজেকে বিকশিত করে?

ক. আন্তর্জাতিক পরিবেশে

খ. সামাজিক পরিবেশে

গ. রাজনৈতিক পরিবেশে

ঘ. অর্থনৈতিক পরিবেশে

২৮. সমাজের সংঘবদ্ধতার ধারণা বিশ্লেষণ করলে এর কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

২৯. অ্যারিস্টটল মানুষকে কোন দৃষ্টিকোণ থেকে সামাজিক জীব হিসেবে অভিহিত করেছেন?

ক. জন্মগতভাবে খ. প্রকৃতিগতভাবে

গ. স্বভাবগতভাবে ঘ. সামাজিকভাবে

৩০. অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন?

ক. চীনের খ. গ্রিসের

গ. ইংল্যান্ডের ঘ. জাপানের

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন