Thank you for trying Sticky AMP!!

পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২৭. নিচের কোন পদার্থের ঘনত্ব বেশি?

ক. বরফ খ. পানি

গ. কেরোসিন ঘ. গ্লিসারিন

২৮. পানির ঘনত্ব কত Kgm-3?

ক. 800 খ. 920

গ.1000 ঘ. 7800

২৯. ভর একই হলে নিচের কোন পদার্থটির আয়তন বেশি হবে?

ক. পারদ খ. পানি

গ. কাচ ঘ. কাঠ

৩০. সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি?

ক. পারদ খ. লোহা

গ. তামা ঘ. রুপা

৩১. সমান আয়তনবিশিষ্ট নিচের পদার্থগুলোর মধ্যে কোনটি বেশি ভারী?

ক. পারদ খ. রুপা

গ. সোনা ঘ. লোহা

৩২. প্লাজমার বড় উৎস হচ্ছে কোনটি?

ক. চাঁদ খ. সূর্য

গ. পৃথিবী ঘ. বৃহস্পতি

৩৩. নিচের কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবেচেয়ে বেশি?

ক. 4K খ. 273 K

গ. 277 k ঘ. 278 k

৩৪. বরফের ঘনত্ব কত kgm-3?

ক. 12600 খ. 7800

গ. 1000 ঘ. 920

Also Read: বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

৩৫. নিচের কোন পদার্থটিকে চাপ দিয়ে ঘনত্ব বাড়ানো যায়?

ক. পানি খ. অক্সিজেন

গ. দুধ ঘ. লোহা

৩৬. কোনটি ভেক্টর রাশি?

ক. চাপ খ. কাজ

গ. দ্রুতি ঘ. প্লবতা

৩৭. প্লবতার একক কী?

ক. Hp খ. Pa

গ. N ঘ. Nm

৩৮. তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?

ক. বায়ুচাপের জন্য

খ. ঊর্ধ্বমুখী বলের জন্য

গ. নিম্নমুখী বলের জন্য

ঘ. পৃষ্ঠটানের জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২৭.ঘ ২৮.গ ২৯.ঘ ৩০.ক ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪