ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৩৮. Theology of Aristotle কী বিষয়ক গ্রন্থ?

ক. ধর্মতত্ত্ব খ. দর্শন

গ. জ্যোতির্বিদ্যা ঘ. রাষ্ট্রবিজ্ঞান

৩৯. ‘মুজামুল বুলদান’ গ্রন্থখানা কার লেখা?

ক. আল মাসুদি

খ. ইয়াকুত ইবনে আবদুল্লাহ

গ. জাবির ইবনে হাইয়ান

ঘ. হাসান ইবনে হায়সাম

৪০. কামুস দুর্গ কোথায় অবস্থিত?

ক. মদিনায় খ. ইরাকে

গ. খাইবারে ঘ. সিরিয়ায়

৪১. ‘হিসাব আল জাবর ওয়াল মুকাবালা’ কোন বিষয়ের গ্রন্থ?

ক. ভূগোল খ. চিকিত্সা

গ. গণিত ঘ. রসায়ন

৪২. আল মুকাদ্দিমা নামক গ্রন্থের রচয়িতা কে?

ক. উমর খৈয়াম খ. আত-তাবারি

গ. আল মাসুদি ঘ. ইবনে খালদুন

আরও পড়ুন

৪৩. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থের প্রণেতা কে?

ক. ইয়াকুত ইবনে আবদুল্লাহ

খ. জাবির ইবনে হাইয়ান

গ. মুসা আল-খাওয়ারেযমি

ঘ. হাসান ইবনে হায়সাম

৪৪. মাধ্যাকর্ষণ শক্তির প্রথম ধারণা দিয়েছিলেন কে?

ক. আল–বিরুনি

খ. হাসান ইবনে হাইসাম

গ. আলি তাবারি

ঘ. স্যার আইজ্যাক নিউটন

৪৫. মসজিদে নববি কখন জ্ঞান–বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল?

ক. হিজরতের পর

খ. বদরের যুদ্ধের পর

গ. মক্কা বিজয়ের পর

ঘ. হুদায়বিয়ার সন্ধির পর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.গ ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.গ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন