Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

২১. কম্পন প্রতি সেকেন্ডে ২০,০০০ এর বেশি হলে সৃষ্ট শব্দটি কীরূপ?

ক. শব্দোত্তর খ. শব্দেতর

গ. শ্রুতিপূর্ব ঘ. শ্রুতিমধুর

২২. 40°c তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?

ক. 362ms-1 খ. 356ms-1

গ. 350ms-1 ঘ. 332ms-1

২৩. উত্স ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?

ক. 16.3m খ. 16.6m

গ. 17m ঘ. 17.5m

২৪. কোনটি বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বাড়ে?

ক. চাপ খ. বল

গ. ধূলিকণা ঘ. তাপমাত্রা

২৫. কোনো বস্তু 5 সেকেন্ডে 100টি পূর্ণ কম্পন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে?

ক. 100Hz খ. 40Hz

গ. 20Hz ঘ. 1/20 Hz

২৬. পানিতে শব্দের বেগ কত?

ক. ১৩২০ m/s খ. ১৪২৫ m/s

গ. ১৪৩৯ m/s ঘ. ২৩৪০ m/s

২৭. শব্দের তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?

ক. পর্যাবৃত্ত তরঙ্গ

খ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ

গ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ

ঘ. যান্ত্রিক তরঙ্গ

২৮. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, তাকে ওই তরঙ্গের কী বলে?

ক. দোলনকাল খ. কম্পাঙ্ক

গ. দশা ঘ. বিস্তার

২৯. নিচের কোন রাশির মাত্রা T-1?

ক. বেগ খ. তাপমাত্রা

গ. দোলনকাল ঘ. কম্পাঙ্ক

৩০. কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কেমন?

ক. সমানুপাতিক

খ. ব্যস্তানুপাতিক

গ. বর্গের সমানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর

অধ্যায় ৭: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.ক

২৯.ঘ ৩০.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)