এসএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান| অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

১১. দশা বলতে বোঝানো হয়—

i. ত্বরণ

ii. বেগ

iii. সরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. কম্পাঙ্কের মাত্রা কোনটি?

ক. q-1 খ. T-1

গ. Hz ঘ. LT-1

১৩. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. প্লাজমা

১৪. পর্যায়কালের একক কী?

ক. s খ. s-1

গ. m ঘ. Hz

১৫. শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের—

ক. সমান

খ. সমানুপাতিক

গ. বর্গের সমানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

নিচের তথ্যের আলোকে ১৬-১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য 8.75cm. বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি যথাক্রমে 332ms-1 এবং 1452.5ms-1.

১৬. বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত?

ক. 0.02m খ. 0.02cm

গ. 16600cm ঘ. 16600m

১৭. বাতাসে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত?

ক. 2Hz খ. 0.02Hz

গ. 166Hz ঘ. 16600Hz

১৮. বাতাসে শব্দের বেগ কত?

ক. ৩২০ m/s খ. ৩২৫ m/s

গ. ৩৩০ m/s ঘ. ৩৪০ m/s

১৯. শব্দানুভূতির স্থায়িত্বকাল কত সেকেন্ড?

ক. 0.1 খ. 0.01

গ. 0.001 ঘ. 0.5

২০. প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায়?

ক. 6 ms-1 খ. 0.6 ms-1

গ. 0.06 ms-1 ঘ. 0.006 ms-1

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)