দৃষ্টিনন্দন জলাশয়ের ফুল

বর্ষা মৌসুমে প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে জলাশয়ের পদ্ম ও শাপলা ফুল। গ্রামবাংলার শিশু–কিশোরেরা এসব ফুল নিয়ে মেতে ওঠে নানা খেলায়। এই ফুল তুলে বেচাবিক্রিও হয়। অনেকে চলতি পথে কেনন দৃষ্টিনন্দন পদ্মফুল। কেউবা তোলেন ছবি। জলাশয়ের ফুল নিয়ে ছবির গল্প

১ / ১০
পদ্মফুল ফোঁটার অপেক্ষায়
ছবি: আনিস মাহমুদ, সিলেট
২ / ১০
পদ্মপাতায় জলের ফোঁটা
ছবি: আনিস মাহমুদ, সিলেট
৩ / ১০
বুকপানিতে নেমে ফুল তুলছে এক শিশু
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৪ / ১০
বেছে বেছে ফুল তুলে এনেছে এক কিশোর।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৫ / ১০
ফুল তুলতে যাওয়ার পথে
ছবি: সোয়েল রানা, বগুড়া
৬ / ১০
৬. জলাশয় থেকে ফুল তুলে উঁচু জায়গায় নিয়ে এসেছে তারা
ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১০
ফুল নিয়ে আসছে এক শিশু
ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১০
ফুলের সৌন্দর্য
ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১০
বৃষ্টিস্নাত সিলেটের এমসি কলেজের পদ্মপুকুর
ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ১০
বিক্রির জন্য পথের পাশে রাখা জলাশয়ের ফুল
ছবি: মঈনুল ইসলাম, রংপুর