এসএসসি ২০২৩ - গার্হস্থ্যবিজ্ঞান | অধ্যায় ১৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১৮

১১. কাপড়ে লবণ ব্যবহার করা হয় কেন?

ক. উজ্জ্বলতার জন্য

খ. কাঁচা রং পাকা করার জন্য

গ. কোমতলতার জন্য

ঘ. জীবাণুমুক্ত করার জন্য

১২. শারীরিক সৌন্দর্য উদ্ভাসিত হয় কখন?

ক. শরীর সুস্থ থাকলে

খ. উপযুক্ত পরিবেশ থাকলে

গ. মন সুস্থ থাকলে

ঘ. অর্থনৈতিক সমৃদ্ধি থাকলে

১৩. সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাকে কী বলে?

ক. সামাজিকতা খ. সামঞ্জস্যতা

গ. ব্যক্তিত্ব ঘ. মানবিকতা

১৪. পরিবেশ অনুযায়ী পোশাক না পরলে মনে সৃষ্টি হয়—

i. জড়তা

ii. অস্বস্তি

iii. আড়ষ্টভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. কাপড়ের দাগ তুলতে ব্যবহার করা হয় ‘T’। এখানে ‘T’ এর সঙ্গে মিল রয়েছে কোনটির?

ক. সাবান খ. গুঁড়া সাবান

গ. সোডা ঘ. বোরাক্স

১৬. মিনা কাপড় পরিষ্কার করার জন্য রিঠা ব্যবহার করে থাকে। এর সাহায্যে সে পরিষ্কার করে—

i. রেশমি বস্ত্র

ii. পশমি বস্ত্র

iii. সুতি বস্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৭. তালির কাপড় ছেঁড়া অংশ অপেক্ষা কেমন হবে?

ক. মসৃণ খ. সমান

গ. ছোট ঘ. বড়

১৮. পোশাকের কোন অংশ ওপরের দিকে রেখে শুকাতে হয়?

ক. ভারি খ. সুন্দর

গ. রঙিন ঘ. পাতলা

১৯. রঙিন রেশমি কাপড় কীভাবে শুকাতে হয়?

ক. কড়া রোদে খ. হালকা রোদে

গ. বাতাসে ঘ. ছায়ায়

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তানহাকে মা ঈদে একটি সুন্দর জামা কিনে দিল। কিন্তু ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জামার এক অংশে টান লেগে জামাটি ছিঁড়ে যাওয়ায় তানহার খুব মন খারাপ হয়। তানহার মা বলল, তিনি জামাটি মেরামত করে দেবেন।

২০. তানহার মা জামাটি কীভাবে মেরামত করবেন?

ক. সেলাই করে খ. আঠা লাগিয়ে

গ. রিফু করে ঘ. বোতাম লাগিয়ে

সঠিক উত্তর

অধ্যায় ১৮: ১১.খ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)