Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মানব-কল্যাণ

৭. মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব?

ক. শিক্ষকের খ. রাষ্ট্রের

গ. ব্যক্তির ঘ. সমাজের

৮. ‘অনুগৃহীত’ শব্দের অর্থ কী?

ক. ছোট ঘর খ. অনুচিত

গ. উপকৃত ঘ. অন্যদেশ

৯. আবুল ফজলের ‘রাঙা প্রভাত’ কোন ধরনের রচনা?

ক. প্রবন্ধ খ. উপন্যাস

গ. দিনলিপি ঘ. গল্পগ্রন্থ

১০. কোন মনোভাব নিয়ে কারও মঙ্গল করা যায় না?

ক. দাম্ভিক খ. দীন

গ. বিভক্তিকরণ ঘ. সমষ্টিকরণ

১১. দান করার মূল উদ্দেশ্য কী হতে হবে?

ক. মানুষকে স্বাবলম্বী করা

খ. লোকদেখানো

গ. দরিদ্রতা দূর করা

ঘ. শিক্ষার প্রসার করা

১২. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের মূল কথা কী?

ক. মানুষকে আত্মমর্যাদাশীল করা

খ. মানুষকে অধিকারসচেতন করা

গ. মানুষকে সাহায্য করা

ঘ. মানুষের দুঃখ মোচন করা

১৩. ‘নিচের হাত’ মানে কী?

ক. যে হাত পেতে গ্রহণ করে

খ. যে উপকার করে

গ. যে দান করে

ঘ. যে অপকার করে

Also Read: বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

১৪. যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, তাকে কী বলে?

ক. দাতা খ. গ্রহীতা

গ. অনুগৃহীত ঘ. অবমাননাকারী

১৫. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কিসে প্রতিফলিত হয়?

ক. মুখে খ. পোশাকে

গ. কথায় ঘ. সর্ব অবয়বে

১৬. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার বৃহত্তর দায়িত্ব কার?

ক. পরিবারের খ. সমাজের

গ. শিক্ষাপ্রতিষ্ঠানের ঘ. রাষ্ট্রের

১৭. ‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।’ কথাটি কে বলেছেন?

ক. আবুল ফজল খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. ইসলামের নবি ঘ. লালন শাহ

১৮. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?

ক. খেজুর খ. রুটি

গ. কুড়াল ঘ. কোদাল

সঠিক উত্তর

মানব-কল্যাণ: ৭.খ ৮.গ ৯.খ ১০.গ ১১.ক ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪