বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

৫১. জমিলার মধ্যে বিদ্রোহ জেগেছিল—

i. স্বীয় স্বাধীনতা অর্জনে

ii. মজিদের ভন্ডামির বিরুদ্ধে

iii. মাজার সংস্কৃতি ধ্বংসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত সাধারণ মানুষের বিশ্বাসে বিদ্যমান—

i. কুসংস্কার

ii. ধর্মভীরুতা

iii. ধর্মান্ধতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. ‘ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?’—উক্তিটি কার?

ক. আমেনা বিবির খ. জমিলার

গ. রহিমার ঘ. হাসুনির মার

৫৪. আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে?

ক. তানু বিবি খ. ধলা মিয়া

গ. মজিদ ঘ. চেয়ারম্যান

আরও পড়ুন

৫৫. মজিদ খালেক ব্যাপারীকে কী পরামর্শ দেয়?

ক. আমেনাকে তালাক দেওয়ার

খ. মাজার ভেঙে ফেলার

গ. মক্তব পাকা দালান করার

ঘ. মসজিদ নির্মাণ করার

৫৬. ‘দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই’— উক্তিটিতে রহিমার চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. শান্ত নিরীহ ভাব

খ. অভিমানী ভাব

গ. কর্তব্যহীনতা

ঘ. স্বামীর প্রতি আনুগত্য

৫৭. ‘আসলে সে ঠান্ডা ভীতু মানুষ’।—কার কথা বলা হয়েছে?

ক. জামিলা খ. মজিদ

গ. রহিমা ঘ. ব্যাপারী

৫৮. মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল?

ক. মজিদের খ. খালেক ব্যাপারীর

গ. আক্কাস আলির ঘ. মোদাচ্ছের পিরের

৫৯. ‘লালসালু’ উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন?

ক. ঝোড়ো বৃষ্টি হলে খ. ঘন বৃষ্টি হলে

গ. শিলাবৃষ্টি হলে ঘ. কালবৈশাখীতে

সঠিক উত্তর

লালসালু: ৫১.ক ৫২.ঘ ৫৩.গ ৫৪.গ ৫৫.ক ৫৬.ঘ ৫৭.গ ৫৮.খ ৫৯.গ

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন