হিসাববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৪৮. অংশীদারদের কমিশনের ক্ষেত্রে শর্তগুলো হলো—

i. অধিক মুনাফা হলে কমিশন প্রদান বাধ্যতামূলক

ii. পূর্ববর্তী নিট লাভের ওপর কমিশনে

iii. পরবর্তী নিট লাভের ওপর কমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. সুদের হার উল্লেখ না থাকলে সুদ ধরা হয় না—

i. উত্তোলনের ওপর

ii. মূলধনের ওপর

iii. ঋণের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে—

i. ৬% হারে ঋণের সুদ ধরা হয়

ii. সমানভাগে মুনাফা বণ্টিত হয়

iii. উত্তোলনের ওপর ৬% সুদ দিতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. চুক্তি ব্যতিরেকে সুদ ধরা হয়—

i. মূলধনের ওপর

ii. উত্তোলনের ওপর

iii. ঋণ মূলধনের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৫২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন—

i. বাধ্যতামূলক নয়

ii. আদালতের প্রামাণ্য দলিল হিসেবে গৃহীত

iii. আইনগত সুযোগ–সুবিধা ভোগে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪৮.গ ৪৯.ক ৫০.ক ৫১.গ ৫২.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন