Thank you for trying Sticky AMP!!

সখী, গবেষণা কারে কয়...

গবেষণা কারে কয়

এক গবেষক গেছে ব্যাচেলর বন্ধুর বাসায় দাওয়াত খেতে। বন্ধু চাল–ডাল মিলিয়ে একটা খাবার রেঁধেছে। গবেষক বলল, ‘খিচুড়ি দেখে তো লোভ লাগছে!’

বন্ধু বলল, ‘এটা আসলে গবেষণার মতো খিচুড়ি হয়নি, হয়েছে চুরির মতো।’

গবেষক বলল, ‘মানে?’

বন্ধু বলল, ‘আরে, মাত্র এক পদের ডাল দিয়েছি, এটা খিচুড়ি হয় কীভাবে? শুনিসনি, একটা বই থেকে নিয়ে লিখলে হয় চুরি। আর কয়েকটা বই থেকে নিয়ে লিখলে সেটা হয় গবেষণা।’

তিনিই প্রাপ্তবয়স্ক...

অনেক দিন পর স্কুলের পুনর্মিলনীতে দেখা হলো বন্ধুদের। এক বন্ধু আরেক বন্ধুকে দেখে চেনেই না বলতে গেলে। শহীদ সাহেব যেমন লাভলু সাহেবের সামনে গিয়ে

বললেন, ‘দোস্ত, তোর একি অবস্থা! ১০ বছর আগেও তো এমন ছিলি না!’

লাভলু সাহেব কফিতে চুমুক দিয়ে বললেন, ‘শোন, প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলেন তিনি, যাঁর বৃদ্ধি ওপর ও নিচ দুই প্রান্ত থেকে থেমে গেছে, কিন্তু পাশে বাড়ছে।’

Also Read: আমি একটা অপদার্থ

ডোনাল্ড ট্রাম্পের পক্ষের লোক

ডোনাল্ড ট্রাম্প সৎ ছিলেন এবং তাঁর ক্ষমতায় থাকা উচিত ছিল বলে মন্তব্য করলেন বাবু মিয়া। দ্বিমত প্রকাশ করলেন হালিম সাহেব। শুরু হলো তর্ক। পাশ থেকে ফরিদ সাহেব হালিম সাহেবকে বললেন, ‘নির্বোধের সঙ্গে তর্কে যাবেন না। নির্বোধ আপনাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে।’ হালিম সাহেব আফসোস করে বললেন, ‘ওর পর্যায়ে এলে তো ভালোই হতো, এমন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে যে দেখলে অবাক হই! আমার আবার আত্মবিশ্বাসের অভাব।’

ছেলেটার ধৈর্য দরকার

বিটু ছেলেটা ভীষণ অধৈর্য। কেবলই ছটফট করে। ফলে সারা বছর ঠিকমতো পড়াশোনা করলেও পরীক্ষায় তাড়াহুড়া করে ডাব্বা মারে। ক্রিকেট মাঠে ব্যাট করতে নেমে

অধৈর্য হয়ে উইকেট দিয়ে আসে। এমনকি ভাতটাও ঠিকমতো খায় না।

তাই ওর মা সেদিন দুঃখ করে বলছিলেন, ‘ওপরওয়ালা যদি তোকে কিছুটা ধৈর্য দিতেন!’

বিটু তখনই বিড়বিড় করতে লাগল, ‘ওপরওয়ালা, আমাকে ধৈর্য দাও। এখনই দাও। এক্ষুনি।’

Also Read: ভালোবাসা কি সত্যিই অন্ধ?