Thank you for trying Sticky AMP!!

এই অন্য রকম ফ্যাশন শোয়ের ছবিগুলো না দেখলে মিস করবেন

জাপান, চীনসহ বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় ইকো–ফ্রেন্ডলি প্যারেন্টিং। ছোটবেলা থেকেই সেখানে স্কুলে শেখানো হয় পরিবেশবান্ধব জীবনযাপন। ‘রিসাইকেল’ শিরোনামের এই ফ্যাশন শো দেখে আপনার চোখ জুড়াবে, মন ভরে যাবে। তবে সেটি কিন্তু বাস্তবের নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বানানো। পরিবেশবান্ধব ফ্যাশনই এর মূলকথা।

পুরোনো কাপড় দিয়েই নতুন পোশাক
পোশাকগুলো তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক, চিপসের প্যাকেট, পলিথিন, বোতল আর এসব নানা অনুষঙ্গ ব্যবহার করে
ছবিগুলো দেখে কে বলবে যে এগুলো সত্যি নয়! বোঝার উপায় আছে?
পোশাক, রানওয়ে, দর্শক প্যানেল, লাইট, মডেলের এক্সপ্রেশন—সবকিছুই পিকচার পারফেক্ট
এআই দিয়ে বানানো এই শো আমাদের পরিবেশের প্রতি আরও সচেতন হওয়ার বার্তা দেয়। বলে, আসুন আমরা রিসাইকেল, আপসাইকেল করি
প্রকৃতিকে সঙ্গে নিয়ে সুন্দর আগামীর জন্য পরিবেশবান্ধব ফ্যাশনের কোনো বিকল্প নেই
পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানগুলোকে ফ্যাশনেবল ও ব্যবহার্য নানা কিছুতে বদলে ফেলা যায়

Also Read: যে জামা পরা যায়, খাওয়াও যায়

Also Read: যে শাড়ি পরাও যায়, খাওয়াও যায়