Thank you for trying Sticky AMP!!

যে ছবিগুলো জিতে নিল ৩ লাখ টাকার পুরস্কার

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো আয়োজন করেছিল ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা ‘আমার বাংলাদেশ’। ১৬ নভেম্বর রাজধানীর জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে হয়ে গেল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে দেখে নাও পুরস্কারজয়ীদের আঁকা ছবিগুলো...

ক বিভাগ (৩–৯ বছর)

প্রথম স্থান (৫০ হাজার টাকার বই): ইয়াফিন ইমদাদ, বয়স: ৩ বছর ১০ মাস, মোহাম্মদপুর, ঢাকা
দ্বিতীয় স্থান (৩০ হাজার টাকার বই): মো. তাহমিদুল হক, প্রথম শ্রেণি, শেরে বাংলা একাডেমি, নারায়ণগঞ্জ
তৃতীয় স্থান (২০ হাজার টাকার বই): ইথান দাস, নার্সারি, স্কলাস্টিকা, ঢাকা
চতুর্থ স্থান (১০ হাজার টাকার বই): জয়ীতা রহমান, বয়স: ৩ বছর, সূত্রাপুর, ঢাকা
পঞ্চম স্থান (১০ হাজার টাকার বই): জুনাইনাহ্ জামান, প্লে গ্রুপ, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুল, ঢাকা
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): আজমান আহম্মেদ, নার্সারি, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): রুহিয়া মারহামা, প্রাক্‌–প্রাথমিক, রোজি ফ্লাওয়ার বধির শিশুদের সমন্বিত প্রাক্‌ বিদ্যালয় (সাহিক), ঢাকা
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): সুয়াইদ তাজওয়ার, তৃতীয় শ্রেণি, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): মো. সামীম উল্লাহ, দ্বিতীয় শ্রেণি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): ইকরামুজ্জামান রাহিম, প্রথম শ্রেণি, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ

খ বিভাগ (১০–১৬ বছর)

প্রথম স্থান (৫০ হাজার টাকার বই): জয়ীতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণি, আশরাফাবাদ উচ্চবিদ্যালয়, ঢাকা
দ্বিতীয় স্থান (৩০ হাজার টাকার বই): অদিতি প্রভা, অষ্টম শ্রেণি, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা
তৃতীয় স্থান (২০ হাজার টাকার বই): আহনাফ মায়মুন, সপ্তম শ্রেণি, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): সুমাইয়া নাজনীন, দশম শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): অনন্যা চৌধুরী, দশম শ্রেণি, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): তেহরীম উমাইজা, চতুর্থ শ্রেণি, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): অপ্সরা সাহা, সপ্তম শ্রেণি, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): জুবায়ের হক, সপ্তম শ্রেণি, ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয়, ঝিনাইদহ
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): ইমরুল কায়েস, পঞ্চম শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা
বিশেষ স্থান (৫ হাজার টাকার বই): নুসরাত জাহান, অষ্টম শ্রেণি, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম

Also Read: আমরা সবাই রাজা