Thank you for trying Sticky AMP!!

ইইউ রাষ্ট্রদূত হোয়াইটলির সঙ্গে জি এম কাদেরের বৈঠক

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানের বাসভবনে প্রাতরাশ বৈঠকে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ রোববার সকালে হোয়াইটলির গুলশানের বাসভবনে এই প্রাতরাশ বৈঠক হয়। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Also Read: জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করছে জাপা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইটলির আমন্ত্রণে প্রাতরাশ বৈঠকে যোগ দেন জি এম কাদের। এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

Also Read: সহিংসতার মাধ্যমে জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জি এম কাদের

প্রাতরাশ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফ্রান্স রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত ছিলেন।

Also Read: জাপায় নাটকীয়তা বাড়ছে