Thank you for trying Sticky AMP!!

একজন হজযাত্রীর দিনলিপি

হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে ৫ দিন হজের আনুষ্ঠানিকতা। মদিনায় মসজিদে নববিতে আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন। একজন হজযাত্রীর দিনলিপি (রুটিন) কেমন হতে পারে, এই লেখায় একটা ধারণা দেওয়া হলো। স্থান, কাল, পাত্রভেদে সুবিধামতো আমলগুলো করার চেষ্টা করবেন। 

Also Read: দুনিয়ার নারীদের সরদার হজরত ফাতিমা (রা.)

ভোররাত: তাহাজ্জুদের নামাজ আদায়। জামাতে ফজরের নামাজ আদায় করা। তাওয়াফ করা, জমজমের পানি পান, কোরআন তিলাওয়াত করা।

সকাল: জমজমের পানি পান, সকালের নাশতা খাওয়া, ঐতিহাসিক স্থানে বেড়ানো, ব্যক্তিগত কাজ বা বিশ্রাম।

দুপুর: জামাতে জোহরের নামাজ আদায়। জমজমের পানি পান, দুপুরের খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া।

বিকেল: জমজমের পানি পান, মক্কা-মদিনায় জামাতে আসরের নামাজ আদায়। সন্ধ্যা: জামাতে মাগরিবের নামাজ আদায়। তাওয়াফ করা, জমজমের পানি পান, কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির করা।

রাত: মক্কা-মদিনায় জামাতে এশার নামাজ আদায়। তাওয়াফ করা। জমজমের পানি পান, নফল নামাজ আদায়, বিতরের নামাজ আদায় করা। রাতের খাবার খাওয়া। রাতে ঘুমানোর প্রস্তুতি। আল্লাহর জিকির করা।

প্রথম আলো হজ গাইড পড়তে ক্লিক করুন

Also Read: অনুরাগী বান্দাদের আল্লাহর প্রতিদান