Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

যে কারণে সিলেটে খেলাটা ভালো মনে করছেন ডোনাল্ড

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের মতোই উইকেট থাকবে বলে মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। শুধু বিশ্বকাপ নয়, আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও এ সিরিজটিকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।

সিলেটে দুই ম্যাচেই ব্যাটিংয়ের জন্য দারুণ সহায়ক ছিল উইকেট। বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভেঙেছে দুই দিনই। তবে এমন উইকেটেও পেসাররা ম্যাচে ভালোভাবেই ছিল বলে আজ সংবাদ সম্মেলনে বলেছেন ডোনাল্ড, ‘এখানকার কিউরেটর খুব ভালো উইকেট বানিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে বল ক্যারি করেছে। ফলে পেসাররা ম্যাচে ছিল ভালোভাবেই। আবার এ জন্য ব্যাটসম্যানরাও রান পাচ্ছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে আগামী মে-তে ইংল্যান্ডের চেমসফোর্ডে এ দুই দল খেলবে আরেকটি সিরিজ। এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলেও ওই সিরিজে থাকবে পয়েন্টের ব্যাপার।

সিলেটের তিন ম্যাচকে সে সিরিজের জন্য ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন ডোনাল্ড, ‘ভালো একটা দিক হচ্ছে, এসব উইকেট আমরা কয়েক মাস পর যেখানে যাচ্ছি, সেখানকার জন্য ভালো প্রস্তুতি। চেমসফোর্ডে যে সিরিজ খেলব, সেখানেও একই ধরনের উইকেট থাকবে। বল ব্যাটে আসবে, তেমন স্পিন করবে না। ফলে যখন পয়েন্টের ম্যাচ হবে, সে সিরিজের জন্য এটি দারুণ প্রস্তুতি।’

সিলেটের উইকেট নিয়ে সন্তুষ্ট পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

শুধু আয়ারল্যান্ডের ওই সিরিজ নয়, এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারত বিশ্বকাপের জন্যও এমন উইকেটে খেলা ভালো প্রস্তুতি হিসেবে দেখেন তিনি, ‘২০১১ সালে ভারতে বিশ্বকাপে আমি সম্পৃক্ত ছিলাম। আমি দেখেছি, সেখানে খুব বেশি উইকেটে টার্ন থাকে না। ফলে এখন থেকে বিশ্বকাপ-যাত্রায় এমন উইকেটে খেলতে হবে। যেখানে বল ব্যাটে আসবে। এখানকার চেয়ে মানসিকতায় খুব একটা পরিবর্তন আনতে হবে না। এমনই থাকবে। ওয়াংখেড়েতে গেলে তো জানতে হবে কীভাবে সেখানে খেলতে হয়। ওসব উইকেট বানানোই হয় অনেক রানের জন্য। আমরা এখান থেকে চেমসফোর্ডে যা নিতে পারি, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তানে এশিয়া কাপ—আমাদের অ্যাপ্রোচ জানতে হবে।’

Also Read: প্রতিশোধের বলি হয়ে ‘নীরব বহিষ্কার’

বিশ্বকাপে ডেথ বোলিংটাও অনেক গুরুত্বপূর্ণ হবে বলছেন ডোনাল্ড, ‘বিশ্বকাপে মার্জিন খুবই সূক্ষ্ম হতে হবে। ডেথ ওভারের বোলিং খুবই গুরুত্বপূর্ণ হবে। বল রিভার্স করবে। এসব নিয়ে অনেক কাজ করছি আমরা। পুরোনো বলে বল করা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা শুধু মোস্তাফিজ, তাসকিনের ওপর নির্ভর করতে পারি না। আমাদের ইবাদত, শরীফুলকেও প্রয়োজন হবে।’

Also Read: আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি দলে নতুন মুখ রিশাদ ও জাকের আলী, বাদ আফিফ

সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আপাতত খুবই খুশি ডোনাল্ড, ‘এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স। এই ‘প্যাক মেন্টালিটি’র ব্যাপারে অনেক দিন ধরে কথা বলছি। আমার মনে হয়, এই দল এমন মানসিকতার সঙ্গে যেভাবে মানিয়ে নিয়েছে, এটা দারুণ। প্রথম ম্যাচে যেভাবে বল করেছি, সেটি দেখাও দুর্দান্ত ছিল। সবাই দারুণ করেছে, সবারই ইমপ্যাক্ট ছিল। তারা সুযোগ তৈরি করে গেছে নিয়মিত। এসব দেখে খুবই খুশি।’

Also Read: সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক, না খেলেই শীর্ষে হ্যাজলউড