Thank you for trying Sticky AMP!!

হাসান মাহমুদ

ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ

গত কিছুদিন ধরেই অসুস্থ জাতীয় দলের পেস বোলার হাসান মাহমুদ। জ্বরে ভুগছিলেন পাঁচ–ছয় দিন ধরে। জ্বরের মাত্রা এখন কিছুটা কমে এলেও শারীরিক দুর্বলতা আছে। পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। কাল রিপোর্ট এলে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

Also Read: ‘এটা মোস্তাফিজ ভাইয়ের কাছে শিখেছি’

প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকাল। আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

অসুস্থতার জন্য এখনো মাঠে যাননি হাসান মাহমুদ

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু সঙ্গত কারণেই এখনো মাঠে আসেননি হাসান মাহমুদ।

মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হওয়ার কথা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত হাসানকে থাকতে হবে বিশ্রামেই।

Also Read: ব্যাটসম্যানের মন খারাপ হবে ভেবে উদ্‌যাপন করেন না হাসান