Thank you for trying Sticky AMP!!

ক্রিকেটারদের মধ্যে কোহলি যেখানে এক নম্বর

ব্যাটসম্যান বিরাট কোহলিকে ক্রিকেট রেকর্ডের অনেক তালিকাতেই এক নম্বরে খুঁজে পাওয়া যাবে। তবে খেলার বাইরেও অন্য এক তালিকায় ক্রিকেট বিশ্বে এখন তিনি এক নম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোহলির অনুসারী বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টুইটারে পাঁচ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করলেন সাবেক ভারতীয় অধিনায়ক। অনুসারীর হিসাবে টুইটারে আসলে কোহলির ধারেকাছে নেই কোনো ক্রিকেটার। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টুইটারে অনুসরণ করেন ৩ কোটি ৭০ লাখ মানুষ।

Also Read: কোহলি ছাড়া অন্য কেউ হলে বাদ দেওয়া হতো

শুধু টুইটারেই নয়, ইনস্টাগ্রাম-ফেসবুকেও ক্রিকেটারদের মধ্যে কোহলিই সবচেয়ে জনপ্রিয়। ইনস্টাগ্রামে কোহলিকে অনুসরণ করেন ২১ কোটির বেশি মানুষ। ফেসবুকে তাঁর অনুসারী ৪ কোটি ৯০ লাখের বেশি। সব মিলিয়ে প্রধান এই তিন সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির মোট অনুসারী ৩১ কোটির মতো।

টুইটারে পাঁচ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করলেন কোহলি

তিনটি মাধ্যমেই গত কিছুদিনে কোহলির অনুসারী বেড়েছে লক্ষণীয়ভাবে। বোঝাই যাচ্ছে, ব্যাট হাতে এশিয়া কাপে কোহলির ফর্মে ফেরা এতে বড় ভূমিকা রেখেছে। দীর্ঘ সময় ছন্দহীন থাকার পর সদ্য সমাপ্ত এশিয়া কাপ দিয়ে রানে ফিরেছেন কোহলি। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৯২ গড়ে রান করেছেন ২৭৬। ১০২০ দিন পর পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা।

Also Read: তাঁকে ঘিরে এমন উন্মাদনার মধ্যেও কোহলি বড্ড একা!

ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় রোনালদো ও মেসি

ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকলেও অন্য খেলার বিখ্যাতদের তুলনায় বেশ পিছিয়েই কোহলি। ইনস্টাগ্রামে যেমন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোরই দাপট। রোনালদোকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ৪৭ কোটি ৫০ লাখের বেশি মানুষ। যাঁর সঙ্গে সবকিছুতেই রোনালদোর তুলনা হয়, সেই লিওনেল মেসির ইনস্টাগ্রামে অনুসারী ৩৫ কোটি ৬০ লাখ।

Also Read: ধোনি ছাড়া সবাইকে ধুয়ে দিলেন কোহলি