Thank you for trying Sticky AMP!!

ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন মেহেদী হাসান

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে খেলতে পারেন ষষ্ঠ বোলার

ভালো উইকেট ও প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা ভেবে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে ষষ্ঠ একজন বোলার খেলানো হতে পারে বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন মাহমুদউল্লাহ, ফলে স্বীকৃত পাঁচ বোলার নিয়ে সে ম্যাচে খেলেছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ফেরানো হয় অফ স্পিনার মেহেদী হাসানকে, ডেথ ওভারে বেশ ভালো বোলিং করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য আবার তাঁর জায়গায় খেলানো হয় মাহমুদউল্লাহকে। আটে নেমে মাহমুদউল্লাহর অপরাজিত ৪১ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল ২৪৫ রানের স্কোর, যদিও নিউজিল্যান্ডকে আটকাতে সেটি যথেষ্ট হয়নি।

Also Read: ডাচ ও আফগানদের জয়ে বিশ্বকাপ ‘উন্মুক্ত’ দেখছেন হাথুরুসিংহে

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আরেকজন বোলারকে দরকার হতে পারে, হাথুরুসিংহে মনে করছেন এমন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘এ উইকেটে আদর্শ কম্বিনেশন হতে পারে, আপনার বোলিংয়ে বাড়তি একজনকে দরকার। কারণ, উইকেট বেশ ভালো হতে যাচ্ছে, আর ভারতও বেশ শক্তিশালী ব্যাটিং দল। ফলে এ দিকটি বিবেচনা করার কথা ভাবছি আমরা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে আটে ব্যাটিং করেছিলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ ও মেহেদী ছাড়া স্কোয়াডে আছেন দুজন পেসার—তানজিম হাসান ও হাসান মাহমুদ এবং একজন স্পিনার—নাসুম আহমেদ। তবে পরের তিনজন এখনো ম্যাচ খেলেননি। ভারতের বিপক্ষে বাড়তি বোলার খেলালে একাদশে কে আসবেন, সেটি নির্দিষ্ট করে বলেননি হাথুরুসিংহে। ভারতের ব্যাটিং লাইনআপে ডানহাতি ব্যাটসম্যানদের আধিক্যের কারণে মেহেদী হাসানকে খেলানো হবে কি না, সেটি প্রশ্ন। হাথুরুসিংহে শুধু বলেছেন, ‘আমাদের ভারতের বিপক্ষে পরিকল্পনা আছে। হয়তো উইকেট ও প্রতিপক্ষ অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন কম্বিনেশন খেলাব।’

Also Read: লিটন প্রসঙ্গে হাথুরুসিংহে: ‘যেকোনো ভালো ব্যাটসম্যানের জন্যই ভালো পুনের উইকেট’

একাদশের সমন্বয়ের বাইরে টসে জিতে নেওয়া সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটি অবশ্য নিশ্চিত নয়। প্রথম তিন ম্যাচেই জেতা ভারত সব কটিতেই পরে ব্যাটিং করেছে। এর মধ্যে শুধু আফগানিস্তানের বিপক্ষেই ২০০-এর বেশি রান তাড়া করতে হয়েছে স্বাগতিকদের, তবে সেবারও ২৭৩ রানের লক্ষ্য তারা পেরিয়ে গিয়েছিল ১৫ ওভার হাতে রেখেই।

টসে জিতলে কী করা হবে, সেটি অধিনায়কের ওপরই ছেড়ে দিয়েছেন হাথুরুসিংহে। তবে বলেছেন, ‘ব্যাটিং আগে না পরে, সেটি নির্ভর করছে কন্ডিশনের ওপর। এবং হ্যাঁ, যদি টসে জিতি, তাহলে আমাদের জন্য সেরা কী হবে, সেটিই করব। ভারত কিসে ভালো আর কিসে ভালো নয়, সেটির ওপর নির্ভর করব না। আমরা নিজেদের যোগ্যতার দিকেই তাকাব।’