ডাচ ও আফগানদের জয়ে বিশ্বকাপ ‘উন্মুক্ত’ দেখছেন হাথুরুসিংহে

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেফাইল ছবি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, আর ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পোর্ট অব স্পেনের সেই ঐতিহাসিক জয়ের কথা উঠবে না, তা হয় নাকি! আজ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও ব্যতিক্রম হয়নি। আগামীকাল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন বাংলাদেশ কোচ। সেখানেই হাথুরুসিংহেকে ১৬ বছর আগের সেই স্মৃতি মনে করিয়ে দেওয়া হয়।

হাথুরুসিংহে অবশ্য আগামীকালের ম্যাচের সঙ্গে ২০০৭ সালের সেই জয়ের কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন না, ‘আগামীকালের ম্যাচের সঙ্গে ওই জয়কে প্রাসঙ্গিক মনে হচ্ছে না। কালকের ম্যাচটাই আমাদের কাছে সব। আমরা এখন থেকে সব কটি ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন

বিশ্বকাপের দুটি অঘটনও বাংলাদেশকে অনুপ্রাণিত করছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান, দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা হোঁচট খেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আফগান ও ডাচদের জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের লড়াই জমে উঠেছে।

যা অনুপ্রাণিত করছে বাংলাদেশকে। হাথুরুসিংহে যেমন বললেন, ‘গত দুই সপ্তাহে যা হয়েছে, বিশ্বকাপ এখন সবার জন্য উন্মুক্ত। আমাদের ছয়টি ম্যাচ বাকি। আমরা বিশ্বাস করি, আমরা ছয়টা ম্যাচ জিততে পারি। আগামীকালের ম্যাচের আগে এটাই আমাদের অনুপ্রেরণা।’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে নেদারল্যান্ডস
ছবি: এএফপি

ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মেও আছে ইতিবাচকতা। এশিয়া কাপে দুই দলের সর্বশেষ দেখায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

হাথুরুসিংহে সে প্রসঙ্গে টেনে বলেছেন, ‘আমরা সম্প্রতি ভারতের বিপক্ষে ভালোই খেলেছি। তবে বিশ্বকাপের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। আশা করছি, আমরা পুরো ম্যাচ খেলার সুযোগ পাব, আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারব।’

আরও পড়ুন

অন্য এক প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি আমার দলকে মাঠে তাদের শতভাগ দিতে বলতে পারি। খেলার ফলাফল কেমন হবে, তার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা যদি প্রতিভা অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারি।’