সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চান না হাথুরুসিংহে

সাকিব কি আগামীকাল ভারতের বিপক্ষে খেলবেনছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ম্যাচে ঊরুর চোটে পড়েন সাকিব আল হাসান। তবে গতকাল পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশ দলের অধিনায়ক। যদিও আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচে সাকিব খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আজ বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ কথা জানান। সাকিবের চোটের বর্তমান অবস্থা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘গতকাল তার ব্যাটিং সেশনটা ভালো ছিল। উইকেটের মাঝে রানিংও করেছিল। আজ একটা স্ক্যান করিয়েছি। এখন রেজাল্টের অপেক্ষায় আছি। এই মুহূর্তে সে ভালো আছে। আমরা এখনো তাকে বোলিং করাইনি। আগামীকাল সকালে তাকে আরও একবার দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’

সাকিবের অবস্থার উন্নতি না হলে তাঁকে ভারতের বিপক্ষে খেলানো হবে না, সেটাও পরিষ্কার করেছেন হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘সে যদি খেলার জন্য প্রস্তুত না হয়, তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেব না। যদি প্রস্তুত থাকে, তাহলে আগামীকাল তার খেলার সম্ভাবনা আছে।’

সাকিবের ভারতের বিপক্ষে খেলা আগের দিন পর্যন্ত নিশ্চিত নয়
ছবি: এএফপি

শেষ পর্যন্ত আগামীকালের ম্যাচে খেলা না–খেলার শেষ সিদ্ধান্তটা কী সাকিবের, এমন প্রশ্নের মুখোমুখিও হয়েছেন হাথুরুসিংহে। উত্তরে তিনি বলেছেন, ‘প্রথমত, মেডিকেল বিভাগ তাদের মতামত দেবে। খেলবে নাকি খেলবে না, এটা তারাই প্রথমে জানাবে। সেই খেলোয়াড় কোন অবস্থায় আছে, সেটাও তারা জানাবে। মেডিকেল বিভাগ যদি মনে করে খেললে ক্ষতি হবে না, তাহলে এর পরের সিদ্ধান্তটা খেলোয়াড়ের। অধিনায়ক ও কোচ বিবেচনা করেন ওই খেলোয়াড়ের খেলা উচিত নাকি উচিত নয়। সেই খেলোয়াড় শতভাগ দিতে পারবে নাকি পারবে না, একটা বিভাগে পারফর্ম করবে নাকি দুটি, সেটাও দেখতে হয়। প্রক্রিয়াটা এমনই।’

আরও পড়ুন