Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ব্যাটসম্যান তামিম ইকবাল

তামিমকে নিয়ে যা বললেন আকরাম-মঈন

বিশ্বকাপে টানা চার হারে বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে। এই হারের পর পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ’ স্পোর্টসে ম্যাচের নানা দিক বিশ্লেষণ করেছেন পাকিস্তানের চার সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, মঈন খান, মিসবাহ-উল-হক ও শোয়েব মালিক।

বিশ্বকাপের শুরু থেকেই অবশ্য প্রতিটি ম্যাচ ধরে আলাপ করে আসছেন এ চারজন। যেখানে তাঁদের সঙ্গে সঞ্চালনায় থাকেন ফখরে আলম। কালও যথারীতি বাংলাদেশের খেলার নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। যেখানে বাংলাদেশের ম্যানেজমেন্টকে কিছু পরামর্শও দিয়েছেন ওয়াসিম–মঈনরা। প্রসঙ্গ ক্রমে এসেছে তামিম ইকবালের কথাও।

Also Read: ‘বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে’

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে থেকেই মাহমুদউল্লাহর ব্যাটিং অর্ডার নিয়ে ম্যানেজমেন্টের সমালোচনা করে আসছিলেন ওয়াসিম-মিসবাহরা। কাল মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও মিসবাহ বলেছেন, ‘৭ নম্বরে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে নামার আগেই ম্যাচ প্রায় শেষ হয়ে যায়।’

পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম

এরপর বাংলাদেশ ম্যাচ নিয়ে বিশ্লেষণ জানতে চাইলে মঈন বলেছেন, ‘দেখে তো মনে হচ্ছে এখান (লিগ পর্ব) থেকেই বিদায় নেবে। তবে সেরা আটের মধ্যে থাকা নিয়েও ভাবতে হবে। ব্যাটসম্যানদের জায়গা তৈরি করতে হবে। নতুন ব্যাটসম্যানদের স্থায়ী করতে হবে। আবার তামিমের মতো পুরোনো ক্রিকেটারও আছে, নির্বাচকেরা যদি মনে করেন তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে, তবে দলে নিয়ে আসতে হবে। এমন খেলোয়াড় আনতে হবে, যারা ম্যাচ জেতাতে পারবে।’

Also Read: মাহমুদউল্লাহ প্রমাণ করলেন, তাঁকে উপেক্ষা করা ঠিক ছিল না

মঈনের সঙ্গে আরও যোগ করে ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো বলছে, কোচ, অধিনায়ক ও তামিমের মধ্যে সমস্যা চলছে। সে জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। সে জন্যও দল কিছুটা স্নায়ুচাপে ভুগছে। সংবাদমাধ্যমে এমনটাই দেখেছি। আমি আশা করছি, তেমন কিছু হবে না। আপনি যখন দল নির্বাচন করে ফেলবেন এবং বিশ্বকাপে আসবেন, তখন যা ঘটেছে তা ভুলে যান। তামিম তাদের প্রধান খেলোয়াড়দের একজন, তারা নিশ্চিতভাবে তাকে মিস করছে।’