Thank you for trying Sticky AMP!!

তামিম ইকবাল

তামিমকে দলে না রাখার কারণ বুঝতে পারছেন না কুম্বলে

২০২১ সাল থেকে ওপেনিংয়ে গড়ে সবচেয়ে রান করেছে বাংলাদেশ। যেখানে ৪৮ ম্যাচে ২৯.৭ গড়ে বাংলাদেশের রান ১৩৯৬। ওপেনিংয়ে বাংলাদেশ অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে, তা না বললেও চলে। তবে বিশ্বকাপে এসে এমন পরীক্ষা-নিরীক্ষার ফল যে ভালো কিছু হয় না, সেটাই মনে করিয়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে।

ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকইনফোর সঙ্গে আলাপে বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করেছেন কিংবদন্তি এ স্পিনার। এমনকি তামিম ইকবালের মতো খেলোয়াড়কে দলে না রাখার কারণও বুঝতে পারছেন না কুম্বলে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে কন্ডিশনের কারণে বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে বলেও মনে করছেন ভারতের সাবেক এই কোচ।

Also Read: আজ বাংলাদেশ জিতলে সেটা অঘটনই হবে

ওপেনিংয়ে বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে জানতে চাইলে কুম্বলে বলেছে, ‘বিশ্বকাপে আপনি যখন খেলেন, বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে স্থিতিশীল সমন্বয়ের মধ্যে থাকা উচিত। সেটা বিশ্বকাপের আগেই হয়ে যাওয়া উচিত। কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, তবে সেটা অনেক মুশকিলের ব্যাপার।’

Also Read: স্পিনের লড়াইয়ে জিতবে কারা

বাংলাদেশ এত পরীক্ষা-নিরীক্ষা কেন করছে, তা বুঝতে পারছেন না জানিয়ে কুম্বলে বলেছেন, ‘তানজিদ বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্য দিকে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করল। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না দলটায় কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’

ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে

এরপরও বাংলাদেশ দলকে যথেষ্ট ভালো বলেই মনে করছেন কুম্বলে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শও দিয়েছেন এই কিংবদন্তি, ‘তাদের দল কিন্তু খুব ভালো। দলটি দারুণ অভিজ্ঞও। মুশফিকুর, মোস্তাফিজুর, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। এ ছাড়া নতুন খেলোয়াড়েরাও বেশ ভালো করছে। শান্ত অনেক বড় মাপের খেলোয়াড়। মেহেদী হাসানও ভালো খেলোয়াড়। হৃদয়কেও আমার ভালো লাগে। কিন্তু দলটিতে পরীক্ষা-নিরীক্ষা অনেক বেশি হয়েছে। কিন্তু বিশ্বকাপে লড়াই করতে হলে স্থির হতে হবে। বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে আপনাকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারণ, নিউজিল্যান্ড অনেক পেশাদার দল। তাই পরীক্ষা-নিরীক্ষা থেকে দূরে থেকে স্থিতিশীল সমন্বয় প্রদর্শন করতে হবে।’

Also Read: বিরক্ত নাজমুল বললেন, ‘ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি’

উইকেটের কারণে বাংলাদেশ বাড়তি সুবিধা পেলেও উইলিয়ামসন ফেরা কাজটা কঠিন হবে বলেই মনে করছেন কুম্বলে, ‘উইকেট যদি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মতো হয়, তবে উইলিয়ামসন ফিরলে নিউজিল্যান্ড আরও বেশি শক্তিশালী হবে। কারণ, ম্যাচ যেমনই হোক, নিউজিল্যান্ডকে অতিরিক্ত রান, মিস ফিল্ডিং, ক্যাচ ছাড়তে দেখবেন না। এ বিশ্বকাপে সবচেয়ে ওপরে থাকা দুটি দল হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত। তাই বাংলাদেশের জন্য কঠিন হবে। কারণ, দলটি সামগ্রিকভাবে ভালো খেলছে না। যদিও আফগানিস্তানের সঙ্গে অনেক বড় ব্যবধানে জিতেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তাদের ব্যাটিং ভালো হয়নি। তাদের বিপক্ষে বাঁ হাতি পেসার ৪ উইকেট নিয়েছিল। আর আজ বিশ্বের সেরা বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের বিপক্ষে খেলতে হবে তাদের। কিন্তু কন্ডিশনের কারণে বাংলাদেশ ভাবতে পারে যে তারা ঢাকায় খেলছে।’