বিরক্ত নাজমুল বললেন, ‘ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি’

ওপেনার তানজিদ হাসানের ওপর বিশ্বাস আছে নাজমুল হোসেনেরফাইল ছবি

বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যাটিং অনেক দিন ধরেই প্রশ্নবিদ্ধ। ওপেনিংয়ে বাংলাদেশের সর্বশেষ ১০০ রানের জুটি পেতে হলে যেতে হবে গত মার্চের আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে। এর পর থেকে ইনিংসের শুরুতেই ওপেনারদের বিদায় বাংলাদেশের ব্যাটিংয়ের প্রতি ম্যাচের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপেও টপ অর্ডার আগের মতোই নড়বড়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সর্বশেষ ম্যাচেই ৪৯ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাটসম্যানরা যখন এমন ছন্দহারা, তখন সাকিব আল হাসানের দল কিনা আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের পরের ম্যাচটা খেলবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে! এ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। স্পিন-স্বর্গে হতে যাওয়া আগামীকালের এ ম্যাচের আগে আজ বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন টপ অর্ডারের একমাত্র ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল হোসেন।

আরও পড়ুন
বাংলাদেশের অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ওপেনার লিটন দাস
ছবি: এএফপি

টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে তাঁকে বারবারই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। একটা পর্যায়ে যেন ধৈর্যও হারিয়ে বসলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। ওপেনিং নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেই বসলেন, ‘আমার মনে হয়, এই ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি; এই চিন্তাটাই বাদ দিয়ে দিই...।’

আমার মনে হয়, মাত্র ৫-৬টা ম্যাচই সে খেলেছে। কারও কম সময় লাগে, আবার কারও বেশি লাগে। সবারই তার ওপর আস্থা রাখা উচিত বিশ্বকাপ খেলতে যারাই এসেছে, সবাই যার যার যোগ্যতা প্রমাণ করেই এসেছে। ভালো করার জন্যই এসেছে। আশা করছি, সামনের ম্যাচ থেকে সে ভালো করবে।
তানজিদ হাসানকে নিয়ে নাজমুল হোসেন

পরে অবশ্য নিজেকে গুছিয়ে নিয়ে নাজমুল হোসেন যোগ করেন, ‘ওপেনিংয়ে যারাই ব্যাটিং করছে, সবাই খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। একটা-দুইটা ভালো ইনিংস পেলেই তাদের আত্মবিশ্বাস ফিরে আসবে। মনে হয় না, এখানে কেউই নির্ভার আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে। আশা করছি, সামনের ম্যাচ থেকে টপ অর্ডার থেকে ভালো স্কোর আসবে।’

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে রানে ফিরেছেন লিটন দাস। সহজাত ব্যাটিং করে ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে তাঁর ওপেনিং সঙ্গী তানজিদ হাসানের রান–খরা কাটছে না। এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তানজিদ এর মধ্যে ৭টি ম্যাচ খেলেও সর্বোচ্চ করেছেন ১৬ রান। অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছেন এই বাঁহাতি। কিন্তু প্রস্তুতি ম্যাচের ছন্দটা টেনে আনতে পারছেন না বিশ্বকাপে।

আরও পড়ুন
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
ছবি: প্রথম আলো

তানজিদের আন্তর্জাতিক ক্যারিয়ারের এই শুরুর সঙ্গে নাজমুল মিল খুঁজে পেতে পারেন নিজের শুরুর। তাঁকেও শুরুতে সংগ্রাম করেই আজকের ফর্মটা অর্জন করতে হয়েছে। সংবাদ সম্মেলনে নাজমুলের কাছে জানতে চাওয়া হয়, তানজিদের জন্য তাঁর কী বার্তা? নাজমুল বলেন, ‘আমার মনে হয়, মাত্র ৫-৬টা ম্যাচই সে খেলেছে। কারও কম সময় লাগে, আবার কারও বেশি লাগে। সবারই তার ওপর আস্থা রাখা উচিত বিশ্বকাপ খেলতে যারাই এসেছে, সবাই যার যার যোগ্যতা প্রমাণ করেই এসেছে। ভালো করার জন্যই এসেছে। আশা করছি, সামনের ম্যাচ থেকে সে ভালো করবে।’

বিশ্বকাপে সব দলই টপ অর্ডার থেকে বড় ইনিংস পাচ্ছে। সেদিকে তাকিয়েই নাজমুল বলেন, ‘আমরা কতটুকু সাহস ও স্বাধীনতা নিয়ে ব্যাটিং করছি, সেটা গুরুত্বপূর্ণ। অন্য দলের ব্যাটসম্যানরা যেভাবে রান করছে, আমার মনে হয়, সবাই খুব আরামেই রান করছে। মন খুলে ও স্বাধীনতা নিয়ে ব্যাটিং করাটা জরুরি। সবাই স্বাধীনতা নিয়ে ব্যাটিং করলে ভালো করা সম্ভব। কারণ, কোচিং স্টাফ ও অধিনায়ক—সবার কাছ থেকে সে স্বাধীনতা আমরা পেয়েছি।’

আরও পড়ুন