Thank you for trying Sticky AMP!!

হুয়াওয়ের বদলা নিতে অ্যাপল পণ্য বর্জনের ডাক

হুয়াওয়ে

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধ তুঙ্গে। গত বছরের ডিসেম্বরে হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের পর অ্যাপল পণ্য বর্জন করতে শুরু করেছিল চীনারা। আবারও দেশটিতে অ্যাপল পণ্য বর্জনের রব উঠেছে। তবে এবারের কারণটা সম্পূর্ণ আলাদা।

গত রোববার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে হুয়াওয়েকে হার্ডওয়্যার, সফটওয়্যার সেবা বন্ধ করেছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। এরপরই চীনের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। সব ধরনের মার্কিন পণ্য বর্জন করার আহ্বান জানানোর কথা উঠে আসছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

চীনে মার্কিন ব্র্যান্ড অ্যাপলের আইফোন অনেক জনপ্রিয়। হুয়াওয়ের স্মার্টফোনে মার্কিন পণ্যের সেবা বন্ধের প্রতিবাদে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। ওয়েবুতে অনেকেই আইফোন ব্যবহার বন্ধ করার কথা বলছেন।

অবশ্য চীনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, টুইটারের মতো মার্কিন সেবা আগে থেকেই বন্ধ আছে। সেখানে টুইটারের বদলে ওয়েবু নামের এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ব্যবহার করেন বেশির ভাগ মানুষ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই ২০টির বেশি চীনা প্রতিষ্ঠান আরও বেশি হুয়াওয়ে পণ্য কেনার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন:
হুয়াওয়ের কপালে কী আছে?

মার্কিন চাপে মাথা নোয়াব না: হুয়াওয়ে সিইও

‘হংমেং’ হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম

নিয়মিত সিকিউরিটি আপডেট ও সেবা নিশ্চিত করা হবে: হুয়াওয়ে

হুয়াওয়েতে নিষিদ্ধ ইউটিউব, গুগল ম্যাপস, জি-মেইল

হুয়াওয়ে ব্যবহারকারীদের ওপর কী প্রভাব পড়বে?

ছোট ‘চিপের’ বড় যুদ্ধ

ছোট চিপ বড় যুদ্ধ: পর্ব-২

যে কথা মনে করায় কালো রাজহাঁস

ওয়ানঝুকে ছাড়ো, নইলে ভয়ানক পরিণতি ভোগ করো