Thank you for trying Sticky AMP!!

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি বিভাগ ও নকরেক আইটি ইনস্টিটিউটের কর্মকর্তারা

দেশব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে নকরেক আইটি ইনস্টিটিউট

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় দেশের ৬৪ জেলায় আউটসোর্সিং প্রশিক্ষণ দেবে নকরেক আইটি ইনস্টিটিউট। এ জন্য সম্প্রতি আইসিটি বিভাগের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় দেশের শিক্ষিত অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরির জন্য আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে তারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নকরেক আইটি ইনস্টিটিউট।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, নকরেক আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেক উপস্থিত ছিলেন।

Also Read: বনে বসে সুবীরের ডলার আয়

উল্লেখ্য, সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর ২০১৭ সালে নকরেক আইটি ইনস্টিটিউট চালু করেন সুবীর নকরেক। ময়মনসিংহের কাঁচিঝুলি, গাজীপুরের ফুলবাড়িয়া, জামালপুরের নান্দিনা ও ঢাকার বসুন্ধরায় শাখা রয়েছে প্রতিষ্ঠানটির। এরই মধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় সেমিনার আয়োজনের মাধ্যমে প্রায় এক লাখ তরুণ-তরুণীকে আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়েছে।

Also Read: তরুণদের পথ দেখাচ্ছেন সুবীর