Thank you for trying Sticky AMP!!

রোবটের কৃত্রিম ত্বক

ব্যথাও বুঝবে রোবট

মানুষের ত্বকের আদলে ব্যথার অনুভূতি বুঝতে সক্ষম কৃত্রিম ত্বক তৈরি করেছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, মানুষের ত্বক যে পদ্ধতিতে স্পর্শ, তাপ ও ব্যথার অনুভূতি টের পায়, তেমনিভাবে কৃত্রিম ত্বকটিও অনুভূতি বুঝতে পারে। এরই মধ্যে নিজেদের উদ্ভাবনের কারিগরি তথ্য সায়েন্স রোবোটিকস জার্নালে প্রকাশ করেছে তারা। খবর ইকোনমিক টাইমসের

কৃত্রিম ত্বকটির নাম দেওয়া হয়েছে ‘ইলেকট্রনিক স্কিন’। কৃত্রিম ত্বকটিতে ব্যবহার করা হয়েছে সিনাপটিক ট্রানজিস্টরভিত্তিক নতুন ধরনের প্রসেসিং সিস্টেম। এটি মানুষের মস্তিষ্কের মতো নিউরাল পথ ব্যবহার করে ব্যথার অনুভূতি পেতে পারে।

Also Read: রোবট চিত্রশিল্পী

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, তাঁদের তৈরি কৃত্রিম ত্বক বাইরের উদ্দীপনাতেও সাড়া দিতে সক্ষম; অর্থাৎ হাত মেলানো বা স্পর্শ করলেই বুঝতে পারবে রোবট। ফলে ভবিষ্যতে মানুষের মতো অনুভূতিসম্পন্ন নতুন প্রজন্মের স্মার্ট রোবট তৈরি করা সম্ভব হবে।

Also Read: রোবট যখন কৃষক