রোবট চিত্রশিল্পী

আই-দা রোবটএএফপি

অবিকল নারীর আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবটটি পুরোদস্তুর চিত্রশিল্পীর মতোই ছবি আঁকতে পারে। রং–তুলি ধরার জন্য বিশেষ ধরনের হাতও রয়েছে রোবটটির। নাম ‘আই-দা’। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলাসের নাম অনুসারে রোবটটির নাম রাখা হয়েছে।

আই-দা রোবট
এএফপি
আই-দা রোবট
এএফপি

ছবি আঁকার জন্য বিশেষ অ্যালগরিদমযুক্ত রোবটটির চোখে বসানো হয়েছে ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই মানুষের মতো চারপাশের দৃশ্য দেখার পাশাপাশি ছবি আঁকে রোবটটি। ছবি আঁকার জন্য প্রয়োজনীয় রং নিজেই মেশাতে সক্ষম রোবটটির দেখা মিলেছে লন্ডনের এক অনুষ্ঠানে।

সূত্র: এএফপি