Thank you for trying Sticky AMP!!

সৌদি আরবে কারফিউ জারি

সৌদি আরবের বাদশা সালমান। ছবি: রয়টার্স

সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ সোমবার থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন বাদশা সালমান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাজকীয় আদেশের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন কারফিউ বলবৎ থাকবে।

সৌদি আরব গতকাল রোববার জানায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এই সংখ্যা এখন ৫১১।

গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে এখন সৌদি আরবেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। তবে দেশটিতে এখন পর্যন্ত কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।

সৌদির রাজকীয় আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা কারফিউর বিধিনিষেধের আওতায় আসবেন না।

সৌদির বাদশা সালমান এর মধ্যে সতর্ক করেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন যুদ্ধ সামনে রয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

দেশটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করা করেছে। দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে সৌদি আরব।

করোনার নেতিবাচক প্রভাব ছাড়াও বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অনেকটা উভয় সংকট পার করছে সৌদি আরব।

আরও পড়ুন:
করোনাভাইরাস ঠেকাতে সৌদিতে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত
সৌদিতে আন্তর্জাতিক সব ফ্লাইট ২ সপ্তাহ বন্ধ
সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা