সৌদিতে আন্তর্জাতিক সব ফ্লাইট ২ সপ্তাহ বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের কাতিফ প্রদেশে অস্থায়ী অবরুদ্ধ অবস্থা চলছে। সতর্কতার জন্য মুখে মাস্ক পরে হাঁটছেন এক দম্পতি। রয়টার্স ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের কাতিফ প্রদেশে অস্থায়ী অবরুদ্ধ অবস্থা চলছে। সতর্কতার জন্য মুখে মাস্ক পরে হাঁটছেন এক দম্পতি। রয়টার্স ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব সরকার। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ আজ শনিবার এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার থেকে পরবর্তী দুই সপ্তাহ ফ্লাইট বাতিল থাকবে। খবর রয়টার্সের।

দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ফ্লাইট বাতিল হওয়ার কারণে সৌদি আরবের যেসব নাগরিক বা দেশটির বাসিন্দারা ফিরতে পারবেন না, তাঁদের জন্য সে সময়টা বিশেষ সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সৌদি আরবে ফেরার পরে যাঁদের কোয়ারেন্টিনে রাখা হবে, তাঁরাও এ রকম বিশেষ ছুটি পাবেন।

সৌদি আরবে এ পর্যন্ত ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।