Thank you for trying Sticky AMP!!

মেইন ব্যাটল ট্যাংক সরবরাহ করতে ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান জার্মানির

পাল্টা হামলার মুখে রুশ বাহিনীর ফেলে যাওয়া সেলফ প্রোপেলড হাউইৎজারের ওপর এক ইউক্রেনীয় সেনা

মেইন ব্যাটল ট্যাংক সরবরাহ করতে ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি। কিয়েভকে মেইন ব্যাটল ট্যাংক সরবরাহের বিষয়টি গতকাল সোমবার আবার প্রত্যাখ্যান করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। খবর রয়টার্সের।

বার্লিনে ক্রিস্টিনে লামব্রেশট বলেন, ‘এখন পর্যন্ত কোনো দেশ পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধযান কিংবা মেইন ব্যাটল ট্যাংক সরবরাহ করেনি। আমাদের সঙ্গীদের সঙ্গে আমরা একমত হয়েছি যে জার্মানি এককভাবে এ ধরনের কোনো পদক্ষেপ নেবে না।’

Also Read: অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত জার্মান ভন্ডামি: ইউক্রেন

এদিকে অস্ত্র সরবরাহ দ্রুততর করতে পশ্চিমা মিত্রদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় বাহিনী যখন দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এলাকা রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করল, তখন তিনি এ আহ্বান জানালেন।

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলার মুখে গত শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় মূল ঘাঁটি ছেড়ে যায় রুশ বাহিনী, দ্রুততম সময়ে ইজিয়ুমের পতন ঘটে। এটিকে যুদ্ধের শুরুর দিনগুলোর পর রাশিয়ার সবচেয়ে মারাত্মক সামরিক পরাজয় হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে মার্চে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর এত দিন সেই সেনা প্রত্যাহারের ঘটনাকে রুশ বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হিসেবে দেখা হয়েছিল।

Also Read: রাশিয়ার গ্যাস বন্ধ নিয়ে দুশ্চিন্তায় জার্মানি

ইউক্রেনীয় সেনারা দেশটির উত্তর–পূর্বাঞ্চলের কয়েক ডজন শহর পুনরুদ্ধার করেছেন, যা যুদ্ধক্ষেত্রের গতিপ্রকৃতিতে নিয়ে এসেছে অভাবনীয় পরিবর্তন। একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভের কাছে বিশাল ভূখণ্ড ছেড়ে দিয়েছে রাশিয়া। অনেক সেনাকে সীমান্তের ওপারে সরিয়ে নিয়েছে দেশটি।

ওয়াশিংটন এবং এর মিত্ররা ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ করছে। এসব অস্ত্র দিয়েই রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে দেওয়ার কথা জানিয়েছে কিয়েভ।

গতকাল দিনের শেষে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার সন্ত্রাসকে পরাভূত করতে ইউক্রেন ও পশ্চিমাদের মধ্যে অবশ্যই সহযোগিতা জোরদার করতে হবে।