Thank you for trying Sticky AMP!!

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল

গাজায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বোরেল এ কথা বলেন।

অবরুদ্ধ গাজায় ত্রাণসহায়তার অভাবকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান।

গাজাবাসীর জন্য অতিপ্রয়োজনীয় খাবার নিয়ে স্পেনের একটি জাহাজ ইতিমধ্যে সাইপ্রাস থেকে রওনা দিয়েছে।

Also Read: ‘ওরা রোজা রাখতে পারছে না, ক্ষুধায় মরছে’

Also Read: গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে: হামাস

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার মানুষের জন্য সহায়তা পাঠানোর দ্রুততম পন্থা হলো স্থলপথের ব্যবহার। কিন্তু ইসরায়েলি নিরাপত্তা বাহিনী স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। তাই বিকল্প পথে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিতে হয়েছে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, জর্ডানসহ অনেক দেশ উড়োজাহাজ থেকে গাজায় ত্রাণ ফেলেছে। এখন সমুদ্রপথে সেখানে ত্রাণ পাঠানো হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জোসেফ বোরেল বলেন, কার্যকর স্থলপথের অভাবের কারণে এই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে।

বোরেল বলেন, গাজায় দ্রুত মানবিক সহায়তা দরকার। এ জন্য যতটা সম্ভব কাজ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

Also Read: গাজায় ‘নৃশংসতা’ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সৌদি বাদশাহর আহ্বান

Also Read: গাজায় ত্রাণ পাঠাতে বন্দর নির্মাণে সামরিক জাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র