গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে: হামাস

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১১২ জন।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ৬৭ জন নিহত হয়েছেন।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৬০ জন।

চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই গাজার বাসিন্দারা রমজানের প্রস্তুতি নিচ্ছেন। রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে খুবই বিপজ্জনক পরিস্থিতি হবে বলে আগে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।