Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানে বাস–কার সংঘর্ষ, নিহত ২১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২১ জন। আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

গিলগিট–বাল্টিস্তানের দিয়ামের জেলার পুলিশ কর্মকর্তা শের খান জানান, খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলায় কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি যাত্রী নিয়ে এই মহাসড়ক ধরে ঘিজার থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। আর দুর্ঘটনাকবলিত কারটি বিপরীত দিক থেকে আসছিল।

শের খান আরও জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন বাসের আরোহী ছিলেন। বাকি পাঁচজন ছিলেন ওই কারে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

Also Read: পাকিস্তানে সেতুর স্তম্ভে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল বাস, নিহত ৪০

এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন গিলগিট–বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ।

এর আগে গত ২৯ জানুয়ারি পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে সেতুর স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস কাত হয়ে নিচে পড়ে যায়। এতে নিহত হন ৪০ জন। বাসটিতে মোট ৪৮ আরোহী ছিলেন।

Also Read: অর্থনৈতিক সংকটের মধ্যে আবারও জ্বালানির দাম বাড়াল পাকিস্তান