পাকিস্তানে সেতুর স্তম্ভে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল বাস, নিহত ৪০

বাসটি সেতু থেকে ছিটকে পড়ার পর এতে আগুন লেগে যায়ছবি: এএফপি

পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি সেতু থেকে বাস ছিটকে পড়ে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। বাসটি সেতু থেকে পড়ে যাওয়ার পর এতে আগুন লেগে যায়। আজ রোববার পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা হামজা আনজুম বলেন, আজ ভোরে সেতুর একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি কাত হয়ে নিচে পড়ে যায়। বাসটিতে ৪৮ যাত্রী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আনজুম আরও বলেন, ‘মৃতদেহগুলো চেনার উপায় নেই।’ ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে মৃতদেহগুলো শনাক্ত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বাসটি ছিল নৈশ কোচ। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা এবং দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচির মধ্যে এটি চলাচল করত।

আনজুম বলেন, ধারণা করা হচ্ছে বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। আবার এমনও হতে পারে চালক বেশি গতিতে বাসটি চালাচ্ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি।
নাজুক সড়কপথ, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে পাকিস্তানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি মিনিবাস গভীর ও জলাবদ্ধ খাদে পড়ে গিয়ে ১১ শিশুসহ ২০ জন নিহত হয়।

গত বছরের আগস্টে মুলতান শহরে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজারের বেশি মানুষ নিহত হয়।