Thank you for trying Sticky AMP!!

রংপুরে এখন পর্যন্ত যথেষ্ট ভালো ভোট হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, রংপুর সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা কোনো অভিযোগ পাননি, ‘আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো ভোট হয়েছে।’ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বসে সিসিটিভিতে রংপুর সিটি নির্বাচন পর্যবেক্ষণের সময় সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে মনিটরিং করছি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব, করছি।’

Also Read: ইভিএমে ত্রুটিতে ভোট দিতে পারেননি জাপার মেয়র প্রার্থী মোস্তাফিজার

দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে মন্তব্য করে বেলা সোয়া ১১টার দিকে সিইসি বলেন, ‘আমরা বলেছি, এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি, যখন ভোট কার্যক্রম শেষ হবে, তখন আপনারা জানবেন, আমরাও জানব।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতির বিষয়টি আপেক্ষিক বলে মনে করেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত দেখতে হবে কয়জন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করব। এখন ধীরগতি হতে পারে, কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে, ব্যাপকসংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারেন নাই, তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করব।’

Also Read: রংপুর সিটির মানুষ আর ভুল করবেন না, নৌকায় ভোট দেবেন: লুৎফা

এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ এই সিটির ২২৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

সিটিতে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। মেয়র পদে প্রার্থী ৯ জন। এ ছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন, ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Also Read: জাপার প্রার্থী সিনক্রিয়েট করেছেন বললেন রিটার্নিং কর্মকর্তা