রংপুর সিটির মানুষ আর ভুল করবেন না, নৌকায় ভোট দেবেন: লুৎফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা
ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা বলেছেন, এখানকার মানুষ আর ভুল করবেন না। তাঁরা নৌকা মার্কায় ভোট দেবেন। চমৎকার পরিবেশে সুষ্ঠু ভোট হচ্ছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের লায়নস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী লুৎফা। তারপর তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

লুৎফা বলেন, ইভিএম নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, প্রশ্ন ছিল। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সুন্দর পদ্ধতিতে ভোট হচ্ছে। কারও ভোট নষ্ট হওয়ার আশঙ্কা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই পদ্ধতিতে ভোট হওয়া উচিত।

আরও পড়ুন

জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান বলেছেন, তিনি একা যত ভোট পাবেন, বাকি সব প্রার্থীরা মিলে তাঁর চেয়ে কম পাবেন—এমন বক্তব্যের বিষয়ে নৌকার প্রার্থী বলেন, ‘মানুষের মনের ভাবনা উনি (মোস্তাফিজার) কীভাবে বলে ফেলেন! এমন অদ্ভুত কথা বলার মানে নাই।’

লুৎফা বলেন, এত শীত, এত কুয়াশার মধ্যেও সকাল থেকে ভোটারেরা কেন্দ্রে এসেছেন। মা-বোনদের উপস্থিতি ভালো। এবার রংপুরের জনগণ উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেবেন।

এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

আরও পড়ুন

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ এই সিটির ২২৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

সিটিতে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। মেয়র পদে প্রার্থী ৯ জন। এ ছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন, ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন