Thank you for trying Sticky AMP!!

৩০০ ইয়াবাসহ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান রক্ষী গ্রেপ্তার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৯)। আজ সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাঁকে তল্লাশি করে ৩০০টি ইয়াবা জব্দ করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আবদুল জলিলের ছেলে।

Also Read: কাশিমপুর কারাফটকে গাঁজাসহ কারারক্ষী আটক, ব্যারাকে ছিল আরও ১ কেজি

কাশিমপুর কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাই সিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যান। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাঁকে তল্লাশি করেন। পরে তাঁর ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০টি ইয়াবা পাওয়া যায়। পরে তাঁকে আটক করে কোনাবাড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Also Read: কাশিমপুর কারাগারে ৬ দিনের ব্যবধানে বিএনপির দুই নেতার মৃত্যু

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাইফুল কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাঁকে তল্লাশি করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Also Read: কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআইকে প্রত্যাহার

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।