Thank you for trying Sticky AMP!!

দোহাজারীতে স্রোতে ভেসে যাওয়া দাদা–নাতির লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু

বন্যার স্রোতে ভেসে যাওয়ার দুই দিন পর চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন স্থানীয় জনগণ। তাঁর নাম আবু সৈয়দ (৮৩)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দোহাজারী রেলওয়ে নতুন সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বুধবার বিকেলের দিকে আবু সৈয়দের নাতি মো. আনাসের (১০) লাশ উদ্ধার করেন এলাকাবাসী। গত মঙ্গলবার তাঁরা দুজন নিখোঁজ হন। আবু সৈয়দ চট্টগ্রামের চন্দনাইশের পূর্ব দোহাজারী নাছির মোহাম্মদপাড়ার বাসিন্দা। মো. আনাস তাঁর মেজ ছেলের সন্তান।

Also Read: নালায় ডুবল বাবার ঋণের বোঝা হালকা করার স্বপ্ন

আবু সৈয়দের বড় ছেলে মোক্তার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব দোহাজারীর আফজল সওদাগরে নাছির মোহাম্মদপাড়া থেকে আনাসকে নিয়ে তাঁর বাবা (আবু সৈয়দ) দোহাজারী পৌরসভার পূর্ব জামিজুরীতে তাঁর বাড়িতে আসছিলেন। পথে তাঁরা দুজনই বন্যার স্রোতে ভেসে যান। লাশ উদ্ধারের পর গতকাল রাতে পারিবারিকভাবে আনাসকে দাফন করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বন্যার স্রোতে ভেসে যাওয়া দাদা-নাতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পারিবারিকভাবে দাদা আবু সৈয়দের লাশ দাফন করা হবে।

Also Read: চট্টগ্রামে বন্যার পানিতে ভেসে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার, এক ব্যবসায়ী এখনো নিখোঁজ

Also Read: আশ্রয়কেন্দ্র খোলার আহ্বান জানিয়ে নিজেই পানিতে ডুবে মারা গেলেন