Thank you for trying Sticky AMP!!

ঢামেকে আগুনের ঘটনা তদন্তে কমিটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে আগুনের ঘটনার কারণ উদ্‌ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত রোববার তদন্ত কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

রোববার দুপুরে হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া দেখে তাড়াহুড়া করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামের এক রোগী মারা যান।

Also Read: অগ্নিকাণ্ডের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুজন হলেন ঢাকা‌ মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগের উপবিভাগীয়‌ প্রকৌশলী মো. শামসুল আরেফিন ও সহকারী পরিচালক (প্রশাসন) আশরাফুন নাহার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম জানিয়েছেন, ডায়ালাইসিস সেন্টারের বাইরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লাগে। তখন ডায়ালাইসিস কিছু সময় বন্ধ রেখে আবার চলমান রোগীদের ডায়ালাইসিস সম্পন্ন করা হয়।

Also Read: ঢাকা মেডিকেলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে আগুন, রোগীদের ছোটাছুটি