ঢাকা মেডিকেলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে আগুন, রোগীদের ছোটাছুটি

অগ্নিকাণ্ডের সময় এক রোগীকে সরিয়ে নিচ্ছেন স্বজনেরা
ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগী ও তাঁদের স্বজনেরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। কেউ হতাহত হননি।

আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বেলা ৩টার দিকে সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। প্রাথমিকভাবে দেখা গেছে, ডায়ালাইসিস সেন্টারের বাইরের অংশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া তৈরি হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আগুন লাগার পর যখন ধোঁয়া বের হচ্ছিল, তখন রোগীদের ডায়ালাইসিস চলছিল। পরে কিছু সময়ের জন্য ডায়ালাইসিস বন্ধ রেখে পুনরায় চালু করা হয়। রোগীদের ডায়ালাইসিস শেষ হলে পুরো বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষা করে দ্রুততম সময়ে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডায়ালাইসিসের রোগী শামসুন নাহারের (৫২) নাতনি আঁখি নুর বলেন, ‘কক্ষের বাইরে থেকে ধোঁয়া দেখে আতঙ্কে আমরা নানিকে নিয়ে কক্ষের বাইরে চলে যাই।’
আরেকজন রোগীর আত্মীয় মাসুদ রানা বলেন, ‘ধোঁয়ায় রোগীর স্বজনেরা ভয়ে ছোটাছুটি করছিলেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভালে সবকিছু স্বাভাবিক হয়।’