অগ্নিকাণ্ডের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লাগার ঘটনার সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক রোগী মারা গেছেন। তাঁর নাম জসিম উদ্দিন (৬০)।

আজ রোববার বিকেলে ওই অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে ছোটাছুটি করছিলেন রোগী ও তাঁদের স্বজনেরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়।

জসিম উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ধোঁয়া দেখে তাড়াহুড়া করে তাঁর বাবা বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বেলা তিনটার দিকে সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। প্রাথমিকভাবে দেখা গেছে, ডায়ালাইসিস সেন্টারের বাইরের অংশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া তৈরি হয়।

রোগীর মৃত্যুর বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ‘তাড়াহুড়া করে নামার সময় একজন রোগী মারা গেছেন।’

ডায়ালাইসিসের রোগী শামসুন নাহারের (৫২) নাতনি আঁখি নুর বলেন, ‘কক্ষের বাইরে থেকে ধোঁয়া দেখে আতঙ্কে আমরা নানিকে নিয়ে কক্ষের বাইরে চলে যাই।’ আরেকজন রোগীর আত্মীয় মাসুদ রানা বলেন, ‘ধোঁয়ায় রোগীর স্বজনেরা ভয়ে ছোটাছুটি করছিলেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভালে সবকিছু স্বাভাবিক হয়।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আগুন লাগার পর যখন ধোঁয়া বের হচ্ছিল, তখন রোগীদের ডায়ালাইসিস চলছিল। পরে কিছু সময়ের জন্য ডায়ালাইসিস বন্ধ রেখে পুনরায় চালু করা হয়।

আরও পড়ুন