Thank you for trying Sticky AMP!!

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৬ জুন, সোমবার। গতকাল রোববার হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।

সমস্যা আসেই, ঘাবড়ালে চলবে না: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবন, ঢাকা, ২৯ জুন

বাধা, প্রতিরোধ ও সমালোচনার পরও সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভয়ের কিছু নেই, সময়ে সময়ে সমস্যা আসেই। সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না। এটা মোকাবিলা করতে হবে। বিস্তারিত পড়ুন

ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির ২৪ নির্দেশনা

ডিএমপি সূত্র জানায়, ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ২৪টি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে। এর মধ্যে আছে হাটে ট্রাক থেকে গরু নামানো এবং বিক্রি করার সময়ে সংশ্লিষ্ট সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা যেন ব্যাহত না হয়। ট্রলারের মাধ্যমে নৌপথে  রাজধানীতে আসা কোরবানির পশু যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত হাটে যেতে পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি রাখতে হবে। বিস্তারিত পড়ুন

ভাগনারপ্রধানের বিদ্রোহের প্রস্তুতির কথা আগেই জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার

ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিদ্রোহের প্রস্তুতির বিষয়টি আগেই জানতে পেরেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। বিস্তারিত পড়ুন

ওয়াকারের ৩৩ বছর পর হাসারাঙ্গা

ওয়ানডেতে টানা তিন ইনিংসে ৫ উইকেট পেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। ওই ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর ওমানের বিপক্ষে ১৩ রানে হাসারাঙ্গার শিকার ৫ উইকেট। আজও জিম্বাবুয়ের বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ব্যস, তাতেই দারুণ একটা কীর্তি গড়লেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনার। বিস্তারিত পড়ুন

‘এই সুরে বহুদূরে’ চলে গেলেন বাপীদা

তাপস বাপী দাস

গতকাল বিকেল চারটায় এই লেখা যখন লিখতে বসেছি, তখন কলকাতার বেহালার বাড়িতে অন্তিম যাত্রার প্রস্তুতি চলছে মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাপস বাপী দাসের। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবাই জড়ো হচ্ছেন প্রিয় এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে গানমিছিলের জন্য। বিস্তারিত পড়ুন