Thank you for trying Sticky AMP!!

মডেল: ইয়াসফি ও নুসরাত

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১৪তম পর্বে বাংলা সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন কে?
ক. ড. প্রবোধচন্দ্র বাগচী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. শশিভূষণ দাশগুপ্ত
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২. চর্যাপদে প্রাপ্ত পদগুলোর মধ্যে কত নম্বর পদটি ‘টীকাকারে’ ব্যাখ্যায়িত হয়নি?
ক. ৮
খ. ১১
গ. ৪৬
ঘ. ৫০

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩

৩. ‘গড়ন ভাঙ্গিতে, সই, আছে কত খল, ভাঙ্গিয়া গড়িতে পারে সে বড় বিরল’—পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
ক. লোচনদাস
খ. জ্ঞানদাস
ঘ. বলরামদাস
ঘ. চণ্ডীদাস

৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থটি কত সালে এবং কোথা থেকে প্রকাশিত হয়?
ক. ১৯১১, বঙ্গীয় সাহিত্য সমাজ
খ. ১৯১৬, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি
গ. ১৯০৯, বঙ্গীয় সাহিত্য কেন্দ্র
ঘ. ১৯১৬, বঙ্গীয় সাহিত্য পরিষদ

৫. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
ক. গোরা
খ. ঘরে–বাইরে
গ. রাজর্ষি
ঘ. যোগাযোগ

৬. ‘মহেশ’ ছোটগল্পটির রচয়িতা কে?
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১১

৭. ‘হৃৎকলমের টানে’ প্রবন্ধটির রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ
খ. সৈয়দ শামসুল হক
গ. শামসুর রাহমান
ঘ. আল মাহমুদ

৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. বিষবৃক্ষ, রজনী, চন্দ্রশেখর
খ. আনন্দমঠ, সীতারাম, দেবী চৌধুরাণী
গ. দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল
ঘ. রাজসিংহ, আনন্দমঠ, মৃণালিনী

৯. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. সঞ্চিতা
খ. বিষের বাঁশী
গ. অগ্নিবীণা
ঘ. ভাঙার গান

১০. ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতাটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম রোকেয়া
ঘ. মাইকেল মধুসূদন দত্ত

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৮

১১. ‘একেই কি বলে সভ্যতা’ কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১২. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. হুমায়ুন কবির
খ. ফজল শাহাবুদ্দিন
গ. আবুল হোসেন
ঘ. মোজাম্মেল হক

১৩. ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কার রচনা?
ক. আবুল হাসান
খ. ফয়েজ আহমদ
গ. আহমদ ছফা
ঘ. জিয়া হায়দার

১৪. ‘বাংলার স্কট’ বলা হয় কাকে?
ক. রাজা রামমোহন রায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৫

১৫. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. শওকত ওসমান
গ. রাবেয়া খাতুন
ঘ. সেলিনা হোসেন

১৬. ‘চন্দ্রাবতী’ কাব্যটির রচয়িতা কে?
ক. আলাওল
খ. শামসের আলী
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী

১৭. ‘রেইনকোট’ গল্পটি কার লেখা?
ক. বুদ্ধদেব বসু
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস

১৮. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কোন পত্রিকার মূলবাণী?
ক. সমকাল
খ. প্রগতি
গ. কল্লোল
ঘ. শিখা

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩

১৯. ভাষা আন্দোলনভিত্তিক ‘জেগে আছি ব্যথার স্নায়ুতে’ কবিতাটি কার লেখা?
ক. আহমদ রফিক
খ. মাহবুব-উল-আলম চৌধুরী
গ. শামসুর রাহমান
ঘ. আলাউদ্দিন আল আজাদ

২০. ‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. হুমায়ুন আজাদ
গ. হাসান আজিজুল হক
ঘ. জিয়া হায়দার

মডেল টেস্ট ১৪-এর উত্তর

১. ক। ২. খ। ৩. ঘ। ৪. ঘ। ৫. ক। ৬. ঘ। ৭. খ। ৮. খ। ৯. গ। ১০. খ।
১১. ক। ১২. ক। ১৩. গ। ১৪. খ। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. ক। ২০. ক।

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১