৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৫

প্রিলিমিনারিতে ভালো করতে প্রতিদিন মডেল টেস্ট দেওয়া জরুরিছবি: প্রথম আলো

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের পঞ্চম পর্বে আজ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।’—উক্তিটি কোন ছোটগল্পে উদ্ধৃত আছে?
ক. শাস্তি
খ. জীবিত ও মৃত
গ. হৈমন্তী
ঘ. সুভা
২. ‘শূন্যপুরাণ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. রামাই পণ্ডিত
গ. অভিনব জয়দেব
খ. ফকির গরীবুল্লাহ
ঘ. হলায়ূধ মিশ্র
‌‌‌

৩. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. একাকী
খ. একত্রিত
গ. একত্র
ঘ. এক
৪. ‘মুচিরাম গুড়ের জীবনচরিত’ কে রচনা করেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫. কোনটি শুদ্ধ বাক্য?
ক. সে আরোগ্য হয়েছে।
খ. এ কথা প্রমাণ হয়েছে।
গ.  সময় সংক্ষিপ্ত কর।
ঘ. জামাল এ মামলায় সাক্ষী দেবে।
৬. দীনবন্ধু মিত্র কত সালে ‘নীলদর্পণ’ নাটকটি রচনা করেন?
ক. ১৮৬০
খ. ১৮৬১
গ. ১৮৬২
ঘ. ১৮৬৩
৭. ‘বিয়ে পাগলা বুড়ো’ প্রহসনটি কার লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. দীনবন্ধু মিত্র
ঘ. মীর মশাররফ হোসেন

আরও পড়ুন

৮. ‘Mortgage’-এর বাংলা পরিভাষা কোনটি?  
ক. প্রণোদনা
খ. বন্ধক
গ. পর্যবেক্ষণ
ঘ. মৌখিক সাক্ষ্য
৯. ‘বিদায় অভিশাপ’ কবিতাটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর
১০. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’—উক্তিটি কার?
ক. নবকুমার
খ. কপালকুণ্ডলা
গ. শ্রীকান্ত
ঘ. কুমুদিনী
১১. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. এগিয়ে চলা
খ. উদয় হওয়া
গ. ডিগবাজি খাওয়া
ঘ. বৃদ্ধি পাওয়া
১২. ‘ভাঁড়–দত্ত’ চরিত্রটি নিচের কোন গ্রন্থে পাওয়া যায়?
ক. মনসামঙ্গল কাব্য
খ. অন্নদামঙ্গল কাব্য
গ. চণ্ডীমঙ্গল কাব্য
ঘ. ধর্মমঙ্গল কাব্য

আরও পড়ুন

১৩. ‘ইঁদুরকপালে’ বাগধারাটির অর্থ কী?
ক. মন্দভাগ্য
খ. ছোট কপাল
গ. সৌভাগ্যবান
ঘ. কিম্ভূত চেহারা
১৪. ‘কথায় যা বর্ণনা করা যায় না’-এর এককথায় প্রকাশ কোনটি?
ক. অকথ্য
খ. অবর্ণনীয়
গ. অনির্বচনীয়
ঘ. অনুচ্চার্য
১৫. ‘হ’ ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণির?
ক. অল্পপ্রাণ ঘোষ
খ. মহাপ্রাণ ঘোষ
গ. অল্পপ্রাণ অঘোষ
ঘ. মহাপ্রাণ অঘোষ
১৬. ‘ফাল্গুন > ফাগুন’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহারণ?
ক. ব্যঞ্জনচ্যুতি
খ. অভিশ্রুতি
গ. অসমীকরণ
ঘ. অন্তর্হতি
১৭. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক. সহ্ + ইষ্ণু = সহিষ্ণু
খ. পঠ্ + ইত = পঠিত
গ.  পঙ্ক + ইল = পঙ্কিল
ঘ. ভাজ্ + ই = ভাজি

আরও পড়ুন

১৮. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. গ্রামছাড়া
খ. গাছপাকা
গ. ধানক্ষেত
ঘ. গরুরগাড়ি
১৯. মঙ্গলকাব্য ধারার সবচেয়ে প্রাচীন মঙ্গলকাব্য কোনটি?
ক. অন্নদামঙ্গল
খ. মনসামঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. ধর্মমঙ্গল
২০. ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কে লিখেছেন?
ক. নির্মলেন্দু গুণ
খ. শামসুর রাহমান
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. সৈয়দ শামসুল হক
মডেল টেস্ট ৫-এর উত্তর
১. খ। ২. ক। ৩. খ। ৪. ঘ। ৫. গ। ৬. ক। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. খ। ১১. ক। ১২. গ। ১৩. ক। ১৪. গ। ১৫. খ। ১৬. ঘ। ১৭. গ। ১৮. ঘ। ১৯. খ । ২০. খ।

আরও পড়ুন