৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২

প্রতীকী ছবি: প্রথম আলো

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দ্বিতীয় পর্বে আজ আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৮–এর সভাপতিত্ব করেন কে?
ক. সাবের হোসেন চৌধুরী
খ. সুলতানা আল জাবের
গ. ফাহাদ বিন সোলায়মান
ঘ. সুলতান আল আয়মান

২. ২০২৩ সালে আইরিশ লেখক পল লিঞ্চ কোন উপন্যাসের জন্য ‘বুকার পুরস্কার’ পেয়েছেন?
ক. দ্য ব্ল্যাক স্নো
খ. রেড স্কাই ইন মর্নিং
গ. প্রফেট সং
ঘ. বিইয়ন্ট দ্যা সী

আরও পড়ুন

৩. GCCM–কর্তৃক সম্প্রতি ‘ক্লাইমেন্ট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন কে?
ক. শেখ হাসিনা
খ. সায়মা ওয়াজেদ
গ. জর্জিয়া মেলোনি
ঘ. হিলারি ক্লিনটন

৪. কপ-২৮-এ প্রদর্শিত বাংলাদেশের জলবায়ু যোদ্ধাদের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত প্রামাণ্যচিত্র কোনটি?
ক. Stories of Climate
খ. Stories of Change
গ. Stories of Earth
ঘ. Stories of Green

৫. সম্প্রতি টাইম ম্যাগাজিনে ২০২৩ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন কে?
ক. সি চিন পিং
খ. ভ্লাদিমির পুতিন
গ. নরেন্দ্র মোদি
ঘ. টেলর সুইফট

৬. ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ভিয়েনা
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. ম্যানিলা

আরও পড়ুন

৭. সম্প্রতি গাজায় সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের কোন ধারা প্রয়োগ করেছেন?
ক. ৪৭
খ. ৭৮
গ. ৯৯
ঘ. ৮৯

৮. ২০২৪ সালে ২৯তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘COP-29’ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. নমপেন, কম্বোডিয়া
খ. বাকু, আজারবাইজান
গ. মাদ্রিদ, স্পেন
ঘ. আলজিয়ার্স, আলজেরিয়া

৯. ইউরো-২০২৪ ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ইতালি
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. জার্মানি

১০. নিম্নবর্ণিত কোনটির মূলনীতি ‘Leaving No One Behind’?
ক. এমডিজি
খ. এসডিজি
গ. ডেলটাপ্ল্যান
ঘ. রূপকল্প-২০২১

আরও পড়ুন

১১. SDGs-এর অভীষ্ট (Goals), লক্ষ্য (Targets) ও সূচক (Indicators) কতটি?
ক. ১৬৯টি, ১৭টি ও ২৩১টি
খ. ১৭টি, ২৪১টি ও ১৬৯টি
গ. ২৪১টি, ১৭টি ও ১৬৯টি
ঘ. ১৭টি, ১৬৯টি ও ২৪১টি

১২. কুখ্যাত ‘থায়ারওয়াদ্দি কারাগার’ কোথায় অবস্থিত?
ক. মিয়ানমার
খ. সৌদি আরব
গ. মিসর
ঘ. দুবাই

১৩. ২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী ইয়োন ফসে কোন দেশের নাগরিক?
ক. যুক্তরাষ্ট্র
খ. ডেনমার্ক
গ. নরওয়ে
ঘ. সুইডেন

১৪. ২১ অক্টোবর ২০২৩ মিসরে আয়োজিত কায়রো শান্তি সম্মেলন কোন ইস্যুতে অনুষ্ঠিত হয়েছে?
ক. রুশ-ইউক্রেন
খ. চীন-তাইওয়ান
গ. ফিলিস্তিন-ইসরাইল
ঘ. আজারবাইজান-আর্মেনিয়া

আরও পড়ুন

১৫. ‘সবার জন্য নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাপ্যতা নিশ্চিত করা’ এসডিজির কত নম্বর অভীষ্টে উল্লেখ আছে?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯

১৬. ২০২৩ সালে প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১১০তম
খ. ১১৭তম
গ. ১০৫তম
ঘ. ১২১তম

১৭. এসডিজির কত নম্বর অভীষ্টে ‘স্বাস্থ্যকর জীবন ও সুস্বাস্থ্যের’ ওপর গুরুত্ব দেওয়া হয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৮. ‘গ্রেটা থুনবার্গ’ কোন দেশের নাগরিক?
ক. সুইডেন
খ. ফ্রান্স
গ. ফিনল্যান্ড
ঘ. নরওয়ে

আরও পড়ুন

১৯. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. ফেরেঙ্ক ক্রাউস, হাঙ্গেরি
খ. ইয়োন ফসে, নরওয়ে
গ. নার্গিস মোহাম্মদী, ইরান
ঘ. ক্লডিয়া গোল্ডিন, যুক্তরাষ্ট্র

২০. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর আয়োজক দেশ কোনটি?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. ইংল্যান্ড
গ. আফগানিস্তান
ঘ. ভারত

মডেল টেস্ট ২-এর উত্তর

১. খ। ২. গ। ৩. ক। ৪. খ। ৫. ঘ। ৬. গ। ৭. গ। ৮. খ। ৯. ঘ। ১০. খ।

১১. ঘ। ১২. ক। ১৩. গ। ১৪. গ। ১৫. ক। ১৬. গ। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ঘ ।