৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১১

মডেল: রূপা, শিশির ও নীলাছবি: খালেদ সরকার

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১১তম পর্বে বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে—এই হচ্ছে আমার স্বপ্ন।’—উক্তিটি কার?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক

২. জাতিসংঘ স্বীকৃত ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে খ্যাত কোনটি?
ক. স্মার্ট সাইবার সিকিউরিটি
খ. সামাজিক নিরাপত্তা কর্মসূচি
গ. প্রবাসী সুরক্ষা
ঘ. কমিউনিটি ক্লিনিক

আরও পড়ুন

৩. ২০২২-২৩ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত?
ক. ৯.৭১%
খ. ৯.০২%
গ. ৯.৩৯%
ঘ. ৯.০৩%

৪. নিম্নবর্ণিত কোন পেনশন স্কিমটি দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য?
ক. সুরক্ষা
খ. প্রবাস
গ. প্রগতি
ঘ. সমতা

৫. বর্তমানে সারা দেশে কতটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে?
ক. ১৪,১০০টি
খ. ১৪,০০০টি
গ. ১৪,২০০টি
ঘ. ১৪,০৫০টি

৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ মতে, চলতি মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণ কত?
ক. ২,৭৬৫ মার্কিন ডলার
খ. ২,৬৫৭ মার্কিন ডলার
গ. ২,৫৬৭ মার্কিন ডলার
ঘ. ২,৭৬৭ মার্কিন ডলার

আরও পড়ুন

৭. সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
ক. আইএমএফ
খ. ইউনিসেফ
গ. আইএলও
ঘ. এফএও

৮. প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম

৯. ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ লাভ করেছে কোন প্রতিষ্ঠান?
ক. মোটিভ ক্রিয়েশন্স
খ. মিউজিক ক্রসরোডস
গ. ইনোভেশন ভিলেজ
ঘ. ক্রিয়েটিভ বিজনেস

১০. ১২ সেপ্টেম্বর ২০২৩ দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন কে?
ক. জাভেদ আখতার
খ. ওবায়দুল হাসান
গ. মোস্তফা জামাল
ঘ. হাসান ফয়েজ সিদ্দিকী

আরও পড়ুন

১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে—
‘নির্ভরযোগ্য বাংলা পাঠ এবং অনুমোদিত ইংরেজি পাঠের মধ্যে বাংলা পাঠই প্রাধান্য পাবে’?
ক. ১৫০
খ. ১৫১
গ. ১৫২
ঘ. ১৫৩

১২. বাংলাদেশের সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?
ক. ১৯৭৬
খ. ২০১২
গ. ২০১৬
ঘ. ২০২২

১৩. নির্মিতব্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য কত?
ক. ৪৫.৭৩ কিমি.
খ. ৪৩.৬৭ কিমি.
গ. ৪৭.৬৩ কিমি.
ঘ. ৪৬.৭৩ কিমি.

১৪. ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয় কবে?
ক. ২১ সেপ্টেম্বর
খ. ২৩ জুন
গ. ২৩ অক্টোবর
ঘ. ২৩ জুলাই

আরও পড়ুন

১৫. দেশের ৪৪তম (সর্বশেষ) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোনটি?
ক. বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
খ. বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)
গ. তৃণমূল বিএনপি
ঘ. ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

১৬. ‘তিস্তা সৌরবিদ্যুৎ কেন্দ্র’ কোথায় অবস্থিত?
ক. পাবনা
খ. রংপুর
গ. লালমনিরহাট
ঘ. গাইবান্ধা

১৭. ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. শ্যাম বেনেগাল
খ. তানভীর মোকাম্মেল
গ. মোরশেদুল ইসলাম
ঘ. তৌকির আহমদ

১৮. নিম্নবর্ণিত কোন পেনশন স্কিমটি দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য?
ক. সুরক্ষা
খ. প্রবাস
গ. প্রগতি
ঘ. সমতা

আরও পড়ুন

১৯. ‘তৈচাকমা’ জলপ্রপাতটি কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট

২০. বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে?
ক. ২৪ নভেম্বর ২০২৪
খ. ১৩ ডিসেম্বর ২০২৪
গ. ১৬ ডিসেম্বর ২০২৪
ঘ.  ২৪ নভেম্বর ২০২৬

মডেল টেস্ট-১১–এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. খ। ৪. ঘ। ৫. গ। ৬. খ। ৭. ঘ। ৮. গ। ৯. খ। ১০. খ।
১১. ঘ। ১২. খ। ১৩. ঘ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. ঘ। ১৭. ক। ১৮. ঘ। ১৯. গ। ২০. ঘ।

আরও পড়ুন