Thank you for trying Sticky AMP!!

উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী এডিবি

উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্মসংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বুধবার সচিবালয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে এক মিটিংয়ে এ কথা জানায়। ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।

Also Read: এমপিওভুক্ত শিক্ষকেরাও পেতে যাচ্ছেন বদলির সুযোগ

প্রতিনিধিদলে আরও ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর এডিয়েনন গিনটিং, এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র ডাইরেক্টর মি. নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর আসিফ সারদ চিমা, এডিবির ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর জিয়াংবো নিং, এডিবির কান্ট্রি অপারেশন হেড না উন কিম, এডিবির এক্সটারনাল রিলেশনের টিমলিডার গোবিন্দ বার প্রমুখ।

Also Read: ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, টোফেলে ৯০ বা আইইএলটিএসে ৭ স্কোর থাকলে বৃত্তির আবেদন

Also Read: শিয়ালমারা, বীরকুৎসা, নেংটাদহর মতো শ্রুতিকটু শব্দের ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন