শিয়ালমারা, বীরকুৎসা, নেংটাদহর মতো শ্রুতিকটু শব্দের ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন

শিয়ালমারা, বীরকুৎসা, নেংটাদহর মতো শ্রুতিকটু শব্দ ও নেতিবাচক নাম থাকা দেশের আরও ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে একসঙ্গে এত বিপুলসংখ্যক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে কয়েক দফায় আরও বেশ কয়েকটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিল।

আরও পড়ুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিমধুর নয়, সেগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এখন ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন

এবার নাম পরিবর্তন করা ২৪৭টি বিদ্যালয়ের মধ্যে প্রথমটি হলো রাজশাহীর তানোরের নটীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন এই বিদ্যালয়ের নতুন নাম করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানোর, রাজশাহী। এভাবে অন্যান্য বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন