Thank you for trying Sticky AMP!!

কুয়েত ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের জন্য বৃত্তি সহ ভর্তির সুযোগ

কুয়েত ইউনিভার্সিটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বৃত্তি সহ ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন করতে হবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। 

আবেদনের যোগ্যতা, আবেদনপত্র এবং অন্যান্য যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। 

আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র দূতাবাসের ৬ নম্বর কক্ষে জমা দিতে হবে।

Also Read: দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবীদের জন্য ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা

বৃত্তির জন্য বরাদ্দ ১টি আসন, অর্থাৎ সর্বমোট একজন বাংলাদেশি এই বৃত্তি পাবেন।

বৃত্তি সহ ভর্তি যোগ্য অনুষদসমূহ: 

  • কলেজ অব সায়েন্স

  • কলেজ অব লাইফ সায়েন্স

  • কলেজ অব আর্টস

বিস্তারিত জানতে যোগাযোগ

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস: kuwait.mofa.gov.bd

ইমেইল: mission.kuwait@mofa.gov.bd অথবা bdoot@kems.net

ফোন: +965 23900913

Also Read: হলি ক্রস কলেজে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, চলবে ১৩ আগস্ট পর্যন্ত